[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominal) কত?
A
$ ১,৭৫০ মার্কিন ডলার
B
$ ১,৭৫১ মার্কিন ডলার
C
$ ১,৭৫২ মার্কিন ডলার
D
$ ১,৭৫৩ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- চলতি মূল্যে মাথাপিছু জিডিপি ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP) ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI) ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি/মূল্যস্ফীতি ৯.৭৪%।
- অর্থনীতির মোট খাত ১৯টি।
- জিডিপিতে সর্বাধিক নিয়োজিত জনশক্তি রয়েছে কৃষিখাতে।
- দারিদ্র্যের হার ১৮.৭% [খানা আয়-ব্যয় জরিপ,২০২২ অনুসারে চরম দারিদ্র্যের হার – ৫.৬%]
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।

0
Updated: 1 month ago
বিবিএস-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার -
Created: 3 weeks ago
A
৩.৩৩%
B
৩.৯৭%
C
৪.২২%
D
৪.৪৭%
বাংলাদেশের জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৪-২৫ অর্থবছর)
-
সাময়িক হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি: ৩.৯৭%
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
খাতভিত্তিক প্রবৃদ্ধি:
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%

0
Updated: 3 weeks ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
৪.৪%
B
৫.৫%
C
৭.৭%
D
৯.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬ সংক্রান্ত তথ্য:
-
বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'
-
বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
বাজেট উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
বাজেট অনুমোদন: ২২ জুন, ২০২৫
-
বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৬.২%
B
৫.৫%
C
৬.৫%
D
৫.০%
• বাজেট ২০২৫-২৬:
-
বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
-
বাজেট ঘাটতি: বাজেটের ৩.৬২ শতাংশ।
-
বাজেটের পরিচালন ব্যয়: ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
-
উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ।
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫ শতাংশ।
-
উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
-
সামাজিক অবকাঠামোতে বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা।
উৎস: বাজেট ২০২৫-২৬

0
Updated: 1 month ago