A
Samuel Beckett
B
John Osborne
C
Harold Pinter
D
Arthur Miller
উত্তরের বিবরণ
The Caretaker
-
রচয়িতা: Harold Pinter
-
ধরণ: Three-act play
-
প্রথম প্রকাশ ও মঞ্চস্থ: 1960
-
Pinter-এর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য নাটক
-
মূল বিষয়: পারিবারিক সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম ভারসাম্য
-
কাহিনী: দুই ভাই Aston ও Mick-এর ফ্ল্যাটে নাটকের ঘটনা ঘটে। Aston (যিনি কিছুটা মন্থর মস্তিষ্কের) এক ভবঘুরে Davies-কে আশ্রয় দেন।
Harold Pinter
-
British writer
-
Nobel Prize in Literature: 2005
Best Works (plays):
-
The Birthday Party
-
The Room
-
No Man’s Land
-
The Dumb Waiter
-
The Caretaker
-
The Homecoming

0
Updated: 16 hours ago
Plural form of 'Corpus' -
Created: 1 week ago
A
Corpora
B
Corpuses
C
Corpuss
D
A & B
Corpus
-
English meaning: a collection of written or spoken texts.
-
Bangla meaning: কোনো বিশেষ বিষয়ের উপর লিখিত রচনাসমূহের সংগ্রহ; অধ্যয়নযোগ্য বস্তুর সমাহৃতি।
-
Plural: corpora / corpuses
-
Example sentence: All the dictionary examples are taken from a corpus of billions of words.
Source: Cambridge & Accessible Dictionary
নোট: ক) Corpora ও খ) Corpuses—উভয়ই সঠিক।

0
Updated: 1 week ago
Utopia was first written in _______.
Created: 5 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

0
Updated: 5 months ago
Who is the most famous satirist in English literature?
Created: 3 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 3 months ago