• এই বিখ্যাত লাইনটি প্রতিপক্ষ চরিত্র ইয়াগো Othello-এর তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ওথেলোকে বলে। এটি প্রবল নাটকীয় ব্যঙ্গের মুহূর্ত, কারণ ইয়াগো ওথেলোর বিশ্বস্ত বন্ধু সেজে তাকে ঈর্ষার বিষয়ে সতর্ক করছে, অথচ সেই ঈর্ষার বীজ রোপণ ও লালন করেছে সে নিজেই। এ বক্তব্য নাটকটির মূল বিষয়বস্তুকেও তুলে ধরে।
A
play
B
novel
C
poem
D
short story
উত্তরের বিবরণ
Lord of the Flies
-
লেখক: William Gerald Golding
-
প্রকাশ: 1954 (লেখকের প্রথম উপন্যাস)
-
মূল বিষয়: মানব প্রকৃতির অন্ধকার দিক, নীতি-নৈতিকতার পতন, বিশৃঙ্খলার মধ্যে বুদ্ধি ও যুক্তির গুরুত্ব
-
কাহিনী:
-
পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ কিশোরদের একটি দ্বীপে পাঠানো হয়
-
প্লেন দুর্ঘটনায় প্রাপ্তবয়স্করা মারা যায়
-
শিশুদের মধ্যে ভয়, নিষ্ঠুরতা ও বর্বরতা জন্ম নেয়
-
ভাল-মন্দের দ্বন্দ্ব ও মানবতার লুকানো বর্বরতা প্রকাশিত হয়
-
-
এই উপন্যাস 1983 সালে লেখকের নোবেল পুরস্কার অর্জনে বিশেষ ভূমিকা রাখে
William Gerald Golding
-
British novelist, dramatist, poet
-
Nobel Prize in Literature: 1983
Other Novels:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors

0
Updated: 16 hours ago
Related MCQ
Who is not a Victorian poet?
Created: 5 days ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 5 days ago
" O, beware, my lord, of jealousy; It is the green-ey'd monster, which doth mock The meat it feeds on"- quoted from?
Created: 14 hours ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
Hamlet

0
Updated: 14 hours ago
What literary device dominates the opening line of the novel?
Created: 6 days ago
A
Metaphor
B
Satire and Irony
C
Hyperbole
D
Personification
উপন্যাসের প্রথম লাইন—“It is a truth universally acknowledged…”—অত্যন্ত বিখ্যাত। এতে Austen বিদ্রূপ করে বলেন ধনী পুরুষরা স্ত্রী খুঁজছে। আসলে বাস্তবতা হলো পরিবারগুলো ধনী পুরুষদের খুঁজছে। এই উক্তি Austen-এর satire ও irony-এর শ্রেষ্ঠ উদাহরণ। এটি সমাজের ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 6 days ago