A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
No subjects available.
উত্তরের বিবরণ
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 16 hours ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!" - Who quoted it?
Created: 3 weeks ago
A
John Keats
B
T.S. Eliot
C
P.B. Shelley
D
John Milton
উক্তি:
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
-
উদ্ধৃতির উৎস: “Ode to the West Wind”
-
কবি: Percy Bysshe Shelley
বিস্তারিত আলোচনা:
-
প্রকাশকাল: ১৮২০
-
কবিতায় Shelley West Wind এর কাছে তাঁর নিজেকে প্রেরণা ও শক্তি দেওয়ার আহ্বান জানান।
-
কবিতার প্রতীকী ভাষা এবং আবেগময় চিত্রায়ণ এটিকে Romantic Period-এর এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দাঁড় করায়।
-
কবি Cascine wood, Florence, Italy তে এই কবিতা রচনা করেন।
-
কেউ কেউ মনে করেন, কবিটি Shelley এর পুত্র William এর মৃত্যুশোকে উৎসর্গিত।
-
কবিতায় West Wind-এর বিপ্লবী শক্তি এবং প্রাকৃতিক প্রভাবকে সমাদর করা হয়েছে, এবং এটি ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Percy Bysshe Shelley এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Poems: Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
সারসংক্ষেপ:
এই উক্তি Shelley-এর আবেগ, মানবদুর্দশা এবং প্রাকৃতিক শক্তির প্রতি তাঁর সমর্পণ প্রকাশ করে, যা Romantic কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 3 weeks ago
The phrase "Beauty is truth, truth beauty" appears in which work?
Created: 3 weeks ago
A
Ode on a Grecian Urn
B
de to a Nightingale
C
To Autumn
D
The Raven
“Beauty is truth, truth beauty” বাক্যটি John Keats-এর কবিতা Ode on a Grecian Urn থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
লেখক: John Keats
-
প্রকাশিত: ১৮২০
-
কবিতার থিম: একটি প্রাচীন গ্রিক মাটির জারকে কেন্দ্র করে চিরন্তন সৌন্দর্য, সত্য ও শিল্পের সম্পর্ক
-
শেষ দুই লাইন:
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
উল্লেখযোগ্য বিষয়:
-
কবিতায় Keats বলেন যে যা সত্য তা সুন্দর, যা সুন্দর তা সত্য—দুইটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
-
আরেকটি বিখ্যাত লাইন: “Heard melodies are sweet, but those unheard, are sweeter.”
-
Keats Romantic যুগের একজন প্রধান ইংরেজ কবি ছিলেন, এবং মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উত্তর: ক) Ode on a Grecian Urn

0
Updated: 3 weeks ago
"If music be the food of love, play on" - is the opening line of which play?
Created: 1 week ago
A
Twelfth Night
B
A Midsummer Night’s Dream
C
The Tempest
D
Cymbeline
Twelfth Night (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Comedy
-
লিখিতকাল: প্রায় ১৬০২–০৩
-
প্রকাশকাল: ১৬২৩, Shakespeare-এর First Folio
-
প্রেক্ষাপট: Illyria (কাল্পনিক অঞ্চল)
-
কেন্দ্রীয় চরিত্র: Viola (নাটকের শুরুতে পুরুষ ছদ্মবেশে)
-
বিশেষত্ব:
-
নাটকের সূচনায় Duke Orsino বলে: “If music be the food of love, play on.”
-
Viola সুন্দর ও বুদ্ধিদৃপ্ত চরিত্র হিসেবে উপস্থাপিত।
-
বিখ্যাত উক্তি
-
“Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and others have greatness thrust upon them.”
-
“If music be the food of love, play on, Give me excess of it; that surfeiting, The appetite may sicken, and so die.”
-
“Better a witty fool, than a foolish wit.”
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
The Bard of Avon
-
National Poet of England
-
The Great Dramatist of All Time
-
Dr. Samuel Johnson তাকে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
-
-
সাহিত্যিক অবদান:
-
১৫৪টি Sonnet
-
৩৭টি Drama (Tragedy এবং Comedy)
-
তাঁর নাটকগুলো সবচেয়ে পরিচিত ও পাঠযোগ্য।
-

0
Updated: 1 week ago