Waiting for Godot is written by -
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
উত্তরের বিবরণ
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
0
Updated: 1 month ago
Identify the correct sentence
Created: 3 weeks ago
A
The unfortunate accident had occurred on Monday last.
B
The unfortunate accident was occurred on Monday last.
C
The unfortunate accident occurred on Monday last.
D
The unfortunate accident has occurred on Monday last.
সঠিক উত্তর: গ) The unfortunate accident occurred on Monday last.
ব্যাখ্যা:
-
যেহেতু Monday last একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, তাই simple past tense ব্যবহার হবে → occurred।
-
বাক্যে last থাকার কারণে বোঝা যায় যে এটি past indefinite tense।
Past Indefinite Tense নির্দেশক শব্দসমূহ:
-
Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি।
-
এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তবে সেই বাক্যটি সাধারণত past indefinite tense এ হবে।
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The unfortunate accident had occurred on Monday last
-
এটি past perfect tense।
-
Past perfect সাধারণত দুইটি অতীত ঘটনার মধ্যে প্রথমটি বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: The train had left before we reached the station.
-
এখানে Monday last শুধুমাত্র একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, অন্য কোনো অতীত ঘটনার আগে নয়, তাই had occurred প্রয়োজন নেই।
-
তাই এটি ভুল।
-
-
খ) The unfortunate accident was occurred on Monday last
-
occur হলো intransitive verb, অর্থাৎ এটি passive voice এ ব্যবহার হয় না।
-
অতএব, was occurred ভুল।
-
-
ঘ) The unfortunate accident has occurred on Monday last
-
has occurred হলো present perfect tense।
-
Present perfect সাধারণত অতীতে শুরু হওয়া এবং বর্তমানে প্রভাবিত ঘটনা বোঝাতে ব্যবহার হয়।
-
কিন্তু Monday last সম্পূর্ণ অতীত → তাই present perfect ব্যবহার করা ভুল।
-
0
Updated: 3 weeks ago
"Lycidas" is a -
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Novel
C
Pastoral elegy
D
Romantic lyric
• "Lycidas" is a pastoral elegy.
• Lycidas (Elegy):
-
Written by John Milton as a memorial for his university friend Edward King, who died in a shipwreck.
-
Published in 1638, the poem mourns Edward King’s death and reflects on mortality, fame, and poetic vocation.
-
Classified as a pastoral elegy, it blends classical pastoral imagery with lamentation.
• John Milton:
-
An English poet, pamphleteer, and historian, considered the most important English author after William Shakespeare.
-
Best known for his epic Paradise Lost, widely regarded as the greatest epic in English literature.
• Major Works:
-
Paradise Lost (1667) – The greatest epic in English
-
Paradise Regained (1671) – Divided into four books
-
Samson Agonistes (1671) – Poetic drama
-
Lycidas (Elegy)
-
On His Blindness (Sonnet)
• Famous Quotes:
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica
0
Updated: 2 months ago
The Old Man and the Sea is written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
T.S Eliot
D
Ernest Hemingway
The Old Man and the Sea হলো Ernest Hemingway-এর রচিত একটি short heroic novel, যা ১৯৫২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রধান চরিত্র হলো Santiago, এবং তাঁর শিক্ষানবিশ Manolin। Manolin মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার Santiago-এর নৌকায় ওঠে। পারিবারিক বাধা থাকা সত্ত্বেও Manolin সবসময় Santiago-এর সঙ্গে সমুদ্রে যায়। এই উপন্যাস এবং Hemingway-এর Contemporary style-এর কারণে তিনি ১৯৫৪ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। এছাড়াও, ১৯৫২ সালে "The Old Man and the Sea"-এর জন্য তিনি Pulitzer Prize অর্জন করেছিলেন।
-
লেখক: Ernest Hemingway (পুরো নাম Ernest Miller Hemingway), একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
Source:
0
Updated: 1 month ago