A
The Lotos-Eaters
B
Tithonus
C
Locksley Hall
D
Morte d' Arthur
উত্তরের বিবরণ
The old order changeth, yielding place to new' is a quotation by - Alfred Tennyson.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা - 'Morte d Arthur' এর অন্তর্গত।
• 'Morte d Arthur':
- It is one of the most famous poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere. '
• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- Born: August 6, 1809, Somersby, Lincolnshire, England.
- Death: October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
• Best Works:
- Oenone
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam,
- Queen Mary (Comedy),
- Harold,
• অন্যদিকে, জানার সুবিধার্থে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.
Source: Britannica.com

0
Updated: 16 hours ago
What does Ulysses say about pausing or making an end?
Created: 3 days ago
A
It is noble
B
It is dull
C
It is rewarding
D
It is wise
ইউলিসিস বলেন: “How dull it is to pause, to make an end”। অর্থাৎ, জীবনের যাত্রা থামানো বা শেষ করে দেওয়া তাঁর কাছে নিরস ও অর্থহীন। তিনি মনে করেন, মানুষকে সর্বদা চলতে হবে, নতুন কিছু অর্জন করতে হবে। থেমে যাওয়া মানে মরিচা ধরা লোহার মতো অকেজো হওয়া। এই লাইন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—যেখানে কর্ম, অভিজ্ঞতা ও সংগ্রামই আসল।

0
Updated: 3 days ago
What is the overall tone of the poem?
Created: 3 days ago
A
Pessimistic
B
Heroic and inspirational
C
Humorous
D
Critical of society
Ulysses কবিতার সামগ্রিক সুর হলো বীরোচিত ও অনুপ্রেরণামূলক। ইউলিসিস রাজকীয় কর্তব্য ও সংসারজীবনকে তুচ্ছ মনে করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভ্রমণ, অনুসন্ধান ও সংগ্রাম করতে চান। তাঁর দৃঢ় সংকল্প, নতুন দুনিয়া খোঁজার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত নত না হওয়ার মানসিকতা পাঠককে সাহস জোগায়।

0
Updated: 3 days ago
What does Ulysses say about death?
Created: 3 days ago
A
It is far away
B
It closes all
C
It brings glory
D
It is an illusion
ইউলিসিস বলেন—“Death closes all”। অর্থাৎ মৃত্যু সবকিছুর ইতি টানে। তবে তিনি মনে করেন, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যু অনিবার্য হলেও মানুষকে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে।

1
Updated: 3 days ago