"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." - This is quoted by -
A
Lord Byron
B
Alexander Pope
C
Francis Bacon
D
Robert Browning
উত্তরের বিবরণ
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." – Lord Byron
Don Juan:
-
জন্ম: স্পেনের সেভিল শহরে।
-
বাবা-মা সুখী ছিলেন না, বাবার মৃত্যু হলে মা তাকে বড় করেন।
-
কৈশোরে এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে।
-
স্পেন ত্যাগের পথে জাহাজডুবি থেকে কোনোমতে বেঁচে যান।
-
জলদস্যুরা তাকে দাস হিসেবে বিক্রি করে; পরে তুরস্কে এক মহিলার হাতে পড়েন।
-
তিনি পালিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেন এবং আবারও এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন।
বিখ্যাত উক্তি:
-
"Sweet is revenge — especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
"Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence."
Lord Byron:
-
পূর্ণ নাম: George Gordon Byron।
-
British Romantic poet ও satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপে আলোড়ন তোলে।
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred

0
Updated: 1 month ago
A narrative poem that tells a story through dialogue and action can be termed as -
Created: 1 month ago
A
Doggerel
B
Mock-epic
C
Ode
D
Ballad
Ballad
-
Narrative poem telling a story through dialogue and action।
-
লোকমুখে রটেছে এমন গান বা কবিতা, সাধারণত কাহিনিসংবলিত।
-
প্রধান ধরণ: Folk/Popular Ballad এবং Literary Ballad।
-
Features:
-
Impersonal third-person narrator
-
Dialogue ও action দ্বারা গল্প বলা হয়
-
Ballad stanzas ব্যবহার
-
Refrain সাধারণ
-
বিষয়: rural life, love, legends, supernatural, tragic events
-
Mock-Epic
-
Epic-এর সব বৈশিষ্ট্য ব্যবহার করে তুচ্ছ বিষয়কে হালকাভাবে উপস্থাপন করা narrative poem।
-
উদাহরণ: Pope – The Rape of the Lock
Doggerel
-
তুচ্ছ বিষয়ভিত্তিক, rough এবং monotonous rhyme-এর ছোট কবিতা।
Ode
-
Exalted lyric poem, someone-এর উদ্দেশ্যে address দিয়ে শুরু।
-
Ceremonious poem, ব্যক্তিগত অনুভূতি ও সাধারণ ভাবনাকে একত্রিত করে।
-
মধ্যবর্তী অংশে intense distress, শেষে consolation বা moral।
-
Style: lofty, tone: grave, বিষয়: গুরুগম্ভির।

0
Updated: 1 month ago
Ralph Roister Doister is written by
Created: 1 month ago
A
Philip Sidney
B
Francis Bacon
C
Thomas Kyd
D
Nicholas Udall
Ralph Roister Doister
-
রচনা: Nicholas Udall।
-
ধরন: Comedy।
-
মূল কাহিনি: একজন ধনী widow, Christian Custance, যিনি Gawyn Goodluck-এর কাছে বাগদত্তা।
-
Ralph Roister Doister con-man-এর প্ররোচনায় Christian-এর প্রেমে আসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।
Nicholas Udall
-
English writer, playwright, translator এবং schoolmaster।
-
প্রথম রচনা: Ralph Roister Doister।
Notable Work
-
Ralph Roister Doister

0
Updated: 1 month ago
What does the word “Glean” mean?
Created: 2 months ago
A
To waste useful resources
B
To destroy crops completely
C
To scatter something widely
D
To obtain information slowly and with effort
Correct Answer: To obtain information slowly and with effort
Glean (verb)
English Meaning:
To obtain information, knowledge, etc., often with difficulty and usually from various sources.
Bangla Meaning:
ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা কুড়িয়ে নেওয়া; ফসল কুড়ানো; (রূপক) টুকরো খবর বা তথ্য সংগ্রহ করা।
Synonyms: Extract (টেনে বের করা), Gather (একত্রিত করা), Collect (সংগ্রহ করা), Amass (জড়ো করা/জমানো), Pick (গোছানো)।
Antonyms: Disperse (ছড়িয়ে দেওয়া), Divide (ভাগ করা), Spread (ছড়িয়ে দেওয়া), Scatter (বিক্ষিপ্ত করা), Disseminate (প্রচার করা/ছড়িয়ে দেওয়া)।
Other Forms:
-
Gleaner (noun): (ফসল/খবর) কুড়ানি।
-
Gleanings (noun): (রূপক) বিভিন্ন উৎস থেকে আহরিত টুকরো জ্ঞান বা তথ্য।
Other Options:
ক) To waste useful resources → “Glean” মানে সংগ্রহ করা, অপচয় করা নয়।
খ) To destroy crops completely → বিপরীত অর্থ। Glean মানে ফসল তোলার পর অবশিষ্টাংশ সংগ্রহ করা।
গ) To scatter something widely → Scattering মানে ছড়িয়ে দেওয়া, যা Glean-এর বিপরীত।
Example Sentences:
-
These figures have been gleaned from a number of studies.
-
They were not to glean their fields for stray grain, nor harvest the corners.
Source: Live MCQ lecture

0
Updated: 2 months ago