Fanny Price is a famous character from -
A
Mansfield Park
B
Jane Eyre
C
Wuthering Heights
D
David Copperfield
উত্তরের বিবরণ
Fanny Price
-
মূল চরিত্র Jane Austen-এর Mansfield Park উপন্যাসে
-
অন্তর্মুখী, নৈতিকভাবে দৃঢ়
-
শেষপর্যন্ত Edmund Bertram-এর সাথে বিয়ে হয়
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
Jane Austen-এর সবচেয়ে সিরিয়াস ও গুরুগম্ভীর উপন্যাস
Jane Austen
-
English novelist
-
Ordinary life ও সাধারণ মানুষের উপর মনোনিবেশ করে উপন্যাসকে আধুনিক রূপ দেন
প্রধান কাজসমূহ
-
Emma
-
Lady Susan
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Persuasion
-
Pride and Prejudice
-
Sense and Sensibility
অন্যান্য চরিত্র/উপন্যাস বিকল্প
-
Jane Eyre – Charlotte Bronte
-
Wuthering Heights – Emily Bronte
-
David Copperfield – Charles Dickens

0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Voluptuous
B
Temperament
C
Supercillious
D
Sanctimonious
• The misspelled word is — গ) Supercillious
-
The correct spelling is Supercilious.
• Supercilious (Adjective)
-
English Meaning: behaving as if you are better than other people, and that their opinions, beliefs, or ideas are not important
-
Bangla Meaning: উন্নাসিক; সব কিছুকে ঘৃণা করে এমন, উদ্ধত, অহংকৃত, গর্বিত
• Other options:
-
ক) Voluptuous (Adjective) — ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর
-
খ) Temperament (Noun) — শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ
-
ঘ) Sanctimonious (Adjective) — লোকদেখানো ধার্মিক; ধর্মধ্বজী; ছলধার্মিক
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
The news made me to cry.
B
The news made me crying.
C
The news made me cry.
D
The news made me cried.
Causative Verb Rule (using “Make”):
-
Definition: A Causative Verb is used when the subject does not do the action itself but causes someone else to do it. Common causative verbs include Have, Get, Help, Let, Make.
-
Using “Make”:
-
After Make, the person or object comes next, followed by the base form of the verb.
-
“Make” implies compelling someone to do something, stronger than “Have” or “Get”.
-
Example:
-
Correct Sentence: The news made me cry.
-
Here, “me” is the object and “cry” is the base form of the verb.
-
The news caused me to cry; I did not choose to do it independently.
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
From which poem is the line "April is the cruellest month" taken?
Created: 1 month ago
A
Ozymandias
B
Ode to a Nightingale
C
The Waste Land
D
The Prelude
“April is the cruellest month” লাইনটি নেওয়া হয়েছে T. S. Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land থেকে। এটি আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবজীবনের হতাশা, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতাকে উপস্থাপন করা হয়েছে।
-
The Waste Land একটি দীর্ঘ কবিতা, রচয়িতা T. S. Eliot।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেকজন খ্যাতিমান আধুনিক কবি Ezra Pound-কে।
-
এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা, যা Eliot-কে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
-
কবিতার মূল আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভাঙন ও মানবসমাজের আধ্যাত্মিক সংকট।
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে স্বীকৃত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর উল্লেখযোগ্য নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge

0
Updated: 1 month ago