A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
উত্তরের বিবরণ
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 16 hours ago
What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
Created: 3 days ago
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।

1
Updated: 3 days ago
Jonathan Swift is best known for writing which satirical work?
Created: 3 weeks ago
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 3 weeks ago
The famous play The Borderers was written by -
Created: 1 hour ago
A
Thomas Hardy
B
William Wordsworth
C
Ernest Hemingway
D
P.B. Shelley
The Borderers
-
লেখক: William Wordsworth
-
ধরন: নাটক / Tragedy
-
লিখিত সাল: ১৮৯৬-৯৭ (ফ্রান্স থেকে ফিরে আসার পর)
-
প্রকাশিত সাল: ১৮৪২
-
ভাষা ও ধরণ: Blank Verse, ৫টি Acts
-
মূল বিষয়: মানব প্রকৃতি, যা মানুষকে পাপ ও অপরাধের পথে নিয়ে যায়।
-
প্রভাব: French Revolution-এর বাস্তব অভিজ্ঞতা নাটকে প্রতিফলিত।
William Wordsworth
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
পদ: Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
বিশেষণ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
The Daffodils
-
The Excursion
-
Michael
-
-
গুরুত্বপূর্ণ অবদান:
-
Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা)
-
Romantic Age-এর সূচনাকারী; তাকে “The Father of Romantic Age” বলা হয়।
-
Source: Britannica

0
Updated: 1 hour ago