A
Guy de Maupassant
B
O Henry
C
Somerset Maugham
D
George Orwell
উত্তরের বিবরণ
ফরাসী লেখক Guy de Maupassant wrote 'The Diamond Necklace'.
- ১৮৮৪ সালে ১৭ ফেব্রুয়ারি 'La Parure' শিরোনামে ফ্রেঞ্চ পত্রিকা 'Le Gaulois' এ এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
- Like most of Maupassant’s short fiction, it was an instant success, and it has become his most widely read and anthologized story.
It tells the story of Mathilde Loisel, a young woman who borrows a necklace from a wealthy friend to wear to a high-society event, only to lose it and spend the next ten years of her life in poverty trying to replace it.
- The story is a cautionary tale about the dangers of materialism and social ambition, featuring one of Maupassant’s infamous plot twists for which he was well known.
• The important characters of this short story:
- 'Mathilde Loisel' (The protagonist of the story)
- 'Monsieur Loisel' (Mathilde’s husband)
- 'Madame Forestier' (Mathilde’s wealthy friend)
• Guy de Maupassant
- He is a French naturalist writer of short stories and novels who is by general agreement the greatest French short-story writer.
• Notable Work:
- A Woman’s Life,
- Bel-Ami,
- Boule de Suif,
- L’Inutile Beauté,
- La Maison Tellier,
- Le Rosier de Madame Husson,
- Mont-Oriol,
- Notre coeur,
- Pierre et Jean,
- The Horla,
- Toine.
Source: Britannica and Sparksnotes.

0
Updated: 16 hours ago
Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
Created: 1 month ago
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 1 month ago
Class relations and societal conflict are the key understanding of -
Created: 3 weeks ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সঠিক উত্তর: ঘ) Marxism
বিস্তারিত ব্যাখ্যা:
Marxism বা মার্ক্সবাদ:
-
এটি সমাজ ও ইতিহাস বিশ্লেষণের একটি তত্ত্ব, যা মূলত শ্রেণিগত সম্পর্ক ও সামাজিক সংঘাতের ওপর ভিত্তি করে।
-
প্রতিষ্ঠাতা: Karl Marx এবং কিছু পরিমাণে Friedrich Engels
-
মূল ধারণা: সমাজের ইতিহাস মূলত শোষক ও শোষিত শ্রেণির মধ্যকার সংঘাতের ইতিহাস। অর্থনৈতিক কাঠামো সমাজের রাজনীতি, সংস্কৃতি ও আইন নির্ধারণ করে।
মার্ক্সবাদের তিনটি মূল দিক:
-
দার্শনিক মানবতত্ত্ব (Philosophical anthropology)
-
ইতিহাস বিষয়ক তত্ত্ব (Theory of history)
-
অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি (Economic and political program)
অ্যাপ্লিকেশন:
-
১৯১৭ সালের রুশ বিপ্লবের পর, Vladimir Lenin এবং Joseph Stalin এর মাধ্যমে Marxism-Leninism হিসেবে বিকাশ লাভ।
-
মার্ক্সবাদ পরবর্তীতে বিভিন্ন সমাজতান্ত্রিক আন্দোলন ও কমিউনিস্ট পার্টির আদর্শ হয়ে ওঠে।
উপসংহার: Marxism মূলত শ্রেণি সংগ্রাম ও অর্থনৈতিক কাঠামোর প্রভাব বিশ্লেষণ করে সমাজ ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব।

0
Updated: 3 weeks ago
Samuel Beckett was a/an -
Created: 3 weeks ago
A
American author
B
Irish author
C
British author
D
Russian author
Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

0
Updated: 3 weeks ago