A
Thomas Carlyle
B
Edward Fitzgerald
C
D. G. Rossetti
D
William Thackeray
উত্তরের বিবরণ
Edward Fitzgerald এবং The Rubáiyát of Omar Khayyám
-
ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক Edward Fitzgerald ১৮৫৯ সালে পারস্য ভাষার কাব্যগ্রন্থ The Rubáiyát of Omar Khayyám ইংরেজিতে অনুবাদ করেন।
-
যদিও এটি একটি অনুবাদ, Fitzgerald এর ইংরেজি রচনার স্বাতন্ত্র্য এবং শৈলীর কারণে এটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
-
এটি বিশ্বের সবচেয়ে পরিচিত লিরিক কবিতাগুলোর মধ্যে একটি, এবং এর অনেক বিখ্যাত উক্তি সাধারণ কথ্য ভাষায়ও ব্যবহৃত হয়।
The Rubáiyát of Omar Khayyám
-
মূলত পারস্যের যুগশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ওমার খৈয়াম এর রচনায় অনুপ্রাণিত, তবে Fitzgerald এর কাজ কেবল সরাসরি অনুবাদ নয়, বরং মৌলিক রচনার সঙ্গে মূল গ্রন্থের ভাব তুলে ধরেছে।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। ইংরেজি সংস্করণে Fitzgerald ওমার খৈয়ামকে “the Astronomer-Poet of Persia” নামে পরিচয় দেন।
-
এটি ইংরেজি সাহিত্যের একটি প্রখ্যাত লিরিক কবিতা হিসেবে স্বীকৃত।
-
ওমার খৈয়ামের জীবদ্দশায় তিনি মূলত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন; কবি হিসেবে তার খ্যাতি জীবদ্দশায় কম ছিল। তার ধর্মীয় বিশ্বাস এবং দার্শনিক চিন্তাধারার উপরও বিভিন্ন মতামত রয়েছে।
-
এর কারণে Rubáiyát নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক ছিল—কোনটি খৈয়ামের নিজস্ব রচনা, কোনটি নয় তা নিয়ে বিশ্লেষকরা মতবিরোধ করেছেন।
Edward Fitzgerald
-
ইংরেজিতে পারস্য মহাকাব্য The Rubáiyát of Omar Khayyám অনুবাদ করেছিলেন।
-
জন্ম: ৩১ মার্চ, ১৮০৯, ইংল্যান্ডে।
-
শিক্ষা: Trinity College, Cambridge, যেখানে তিনি William Makepeace Thackeray এর সঙ্গে আজীবনের বন্ধুত্ব গড়েছিলেন।
প্রধান কাব্যগ্রন্থ:
-
The Rubáiyát of Omar Khayyám
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 16 hours ago
‘David Copperfield’ is a/an ____ novel.
Created: 1 month ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) রচিত David Copperfield মূলত একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে এতিম শিশু David Copperfield-এর বড় হয়ে উঠা ও তার সৎ বাবা কর্তৃক নির্যাতিত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি ১৮৪৯-৫০ সময়কালে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়। Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 1 month ago
In which century was the Victorian period?
Created: 3 months ago
A
17th century
B
18th century
C
19th century
D
20th century
ভিক্টোরিয়ান যুগ: [১৮৩২-১৯০১]
-
ইংরেজি সাহিত্যের ১৯শ শতাব্দীকে ভিক্টোরিয়ান যুগ বলা হয়।
-
১৮৩২ থেকে ১৯০১ সাল পর্যন্ত সময়কে ইংরেজি সাহিত্যে ‘ভিক্টোরিয়ান যুগ’ হিসেবে চিহ্নিত করা হয়।
-
এই যুগের নামকরণ করা হয়েছে রানী ভিক্টোরিয়ার নামে।
-
যদিও রানী ভিক্টোরিয়া ১৮৩৭ সালে রাজত্ব শুরু করেন, তথাপি ভিক্টোরিয়ান যুগের সূচনা ধরা হয় ১৮৩২ সাল থেকে।
-
এর কারণ, ১৮৩২ সাল থেকে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি ও বৈশিষ্ট্যে গভীর পরিবর্তন লক্ষ্য করা যায়।
-
১৮৮৩ সালে ‘ফ্যাবিয়ান সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল শ্রেণী সংগ্রামে সহিংসতা এড়ানো।
-
ফ্যাবিয়ান সোসাইটির সদস্য ছিলেন জি.বি. শ (George Bernard Shaw)।
ভিক্টোরিয়ান যুগকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়:
১. প্রি-রাফায়েলাইটস (১৮৪৮-১৮৬০)
২. এসথেটিসিজম ও ডিকেডেন্স (১৮৮০-১৯০১)
ভিক্টোরিয়ান যুগের প্রধান সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য:
-
চার্লস ডিকেন্স (Charles Dickens)
-
থমাস হার্ডি (Thomas Hardy)
-
ম্যাথিউ আর্নল্ড (Matthew Arnold)
-
লর্ড আলফ্রেড টেনিসন (Lord Alfred Tennyson)
-
রবার্ট ব্রাউনিং (Robert Browning)
-
জর্জ এলিয়ট (George Eliot)
-
স্যামুয়েল বাটলার (Samuel Butler) প্রমুখ।
Source: Live MCQ Lecture and Britannica.

0
Updated: 3 months ago
Robert Browning is -
Created: 20 hours ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
English
English Literature
Robert Browning (1812-1889)
The Victorian Period (1832-1901)
No subjects available.
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 20 hours ago