‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this?
A
William Wordsworth
B
Robert Browning
C
John Keats
D
Samuel Coleridge
উত্তরের বিবরণ
'Where are the songs of spring? Ay, Where are they?
Think not of them, thou hast thy music too,
- John Keats wrote this in his famous poem To Autumn.
- এই লাইন দুটি দিয়েই কবিতাটি শুরু হয়।
• 'To Autumn' Romantic period এর কবি John Keats রচিত একটি বিখ্যাত কবিতা।
- কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এই কবিতাটিকে কবির one of the last major poems হিসেবে বিবেচনা করা হয়।
- Written shortly before the poet died, the poem is a celebration of autumn blended with an awareness of the passing of summer and of life’s ephemerality.
- এটি একটি three 11-line stanzas বিশিষ্ট কবিতা।
• John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of beauty’.
• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
• John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci, etc.
Source: Britannica and Poetry Foundation.

0
Updated: 1 month ago
What role do natural images like “flowers” and “morning” play in Ode on Melancholy?
Created: 3 weeks ago
A
They symbolise transient beauty and ephemeral joy
B
They describe the poet’s favourite garden only
C
They show the dominance of nature over humans
D
They indicate the passing of seasons literally
কবিতায় ফুল, সকাল এবং অন্যান্য প্রকৃতির চিত্রের মাধ্যমে Keats জীবনের অস্থায়ী আনন্দ এবং সৌন্দর্য প্রকাশ করেছেন। ফুল যেমন দ্রুত মরে যায়, তেমনি সুখও অল্প সময়ের জন্য থাকে।
এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, দুঃখ এবং আনন্দ একসঙ্গে থাকা জীবনের স্বাভাবিক চক্র। প্রকৃতির এই চিত্র আমাদের শেখায় যে সুখকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ তা স্থায়ী নয়।

0
Updated: 3 weeks ago
How does Keats contrast human suffering with the nightingale’s song in Ode to a Nightingale?
Created: 3 weeks ago
A
Human life is joyful, whereas the bird’s song is melancholic
B
Both human life and a bird’s song are equally sorrowful
C
Human life controls the bird’s song
D
Human life is fleeting and painful, while the bird’s song is timeless and joyous
কবিতায় Keats মানুষের জীবনের অস্থায়ী দুঃখ এবং পাখির চিরকালীন আনন্দের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুভয় ও দুঃখে ভরা। অন্যদিকে নিশাচর পাখির গান নিরবচ্ছিন্ন, আনন্দময় এবং সময়ের বাইরে।
কবি এই বিপরীততা ব্যবহার করে মানুষের দুঃখকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রকৃতির সৌন্দর্য এবং শিল্পের মাধ্যমে আধ্যাত্মিক প্রাপ্তি দেখিয়েছেন।

1
Updated: 3 weeks ago
Who said "My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk"?
Created: 1 week ago
A
John Keats
B
P.B. Shelley
C
William Wordsworth
D
S.T. Coleridge
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk” — এই বিখ্যাত পঙ্ক্তিগুলি John Keats রচিত ‘Ode to a Nightingale’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘Ode to a Nightingale’ কবিতাটি শুরু হয়েছে এই লাইন দিয়ে।
-
এটি John Keats-এর রচিত প্রকৃতি, সৌন্দর্য, মৃত্যু এবং বাস্তবতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে লেখা এক অনন্য সৃষ্টি।
-
কবিতাটি আটটি স্তবকে রচিত এবং “Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems” (1820) গ্রন্থে প্রকাশিত হয়।
-
কবি তাঁর বাগানে থাকা একটি nightingale পাখির গান থেকে অনুপ্রাণিত হয়ে কবিতাটি রচনা করেন।
-
এই কবিতাকে গণ্য করা হয় art and life সম্পর্কিত meditation হিসেবে।
-
কবিতায় nightingale-কে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
Keats এখানে প্রকৃতি ও কল্পনার মাধ্যমে বাস্তব জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তবে শেষে উপলব্ধি করেন যে মানুষকে বাস্তবতাকেই মেনে নিতে হয়।
কবিতার মূল ভাব:
-
কবি এক বিষণ্ন মনোভাব নিয়ে রাত্রির nightingale পাখির গান শুনছেন, যা তাঁকে এক স্বপ্নময় জগতে নিয়ে যায়।
-
সেই জগতে আছে চিরন্তন আনন্দ ও শান্তি, যেখানে দুঃখ-কষ্ট ও মৃত্যু নেই।
-
কবি চান এই সৌন্দর্যের জগতে চিরকাল থাকতে, কিন্তু বাস্তবতা তাঁকে আবার মানব জীবনের বেদনায় ফিরিয়ে আনে।
Famous Lines of This Poem:
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.”
-
“Thou wast not born for death, immortal Bird!”
-
“Forlorn! the very word is like a bell.”
John Keats (1795–1821):
-
তিনি ছিলেন একজন English Romantic lyric poet।
-
তাঁর রচনায় প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা গভীরভাবে ফুটে উঠেছে।
-
মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হলেও তাঁর কবিতা তাঁকে চিরস্মরণীয় কবি করে তুলেছে।
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে sonnets, odes, এবং epics।
-
তাঁর কাব্যে সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধি তাঁকে বিশ্বসাহিত্যে অনন্য করেছে।
Famous Poems:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on Melancholy
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
Famous Quotations of John Keats:
-
“Beauty is truth, truth beauty.”
-
“A thing of beauty is a joy forever: Its loveliness increases; it will never pass into nothingness.” (Endymion)
-
“Heard melodies are sweet, but those unheard are sweeter.” (Ode on a Grecian Urn)
-
“Where are the songs of spring? Aye, where are they?” (To Autumn)

0
Updated: 1 week ago