A
corrigendum
B
postscript
C
NB
D
RSVP
উত্তরের বিবরণ
Postscript is an extra message added at the end of a letter after it is singed.
চিঠিতে স্বাক্ষরের পর যুক্ত অত্তিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় - Postscript.
- একে সংক্ষিপ্ত ভাবে - PS বলে।
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- যার বাংলা অর্থ- পুনশ্চ, পত্রের পুনশ্চ লিখন।
• অন্যদিকে,
• Corrigendum (noun)
English Meaning: A thing to be corrected, typically an error in a printed book.
Bangla Meaning: সংশোধনীয় বিষয়।
• NB এর পূর্ণরূপ হলো Nota Bene.
- Nota Bene (Latin phrase)
- English Meaning: used to call attention to something important.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয়।
• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.
• Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond / please reply.
- It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 16 hours ago
Women are too often ______ by family commitments.
Created: 2 weeks ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 weeks ago
I am looking for someone who ____ play the piano.
Created: 1 month ago
A
able to
B
is able
C
can be able to
D
can
প্রশ্নে প্রদত্ত বাক্যে শূন্যস্থান পূরণের জন্য can ব্যবহৃত হবে।
সম্পূর্ণ বাক্য: I am looking for someone who can play the piano.
-
এখানে can ব্যবহার করা হয়েছে কারণ এটি কারো কোনো কিছু করার সক্ষমতা বোঝায়, অর্থাৎ 'কারো পিয়ানো বাজাতে পারা' বোঝাতে can প্রযোজ্য।
-
মনে রাখতে হবে, can সাধারণত বর্তমান কাল (present indefinite tense)-এ ব্যবহৃত হয়।
-
তবে present perfect বা future tense বোঝাতে হলে can এর পরিবর্তে be able to ব্যবহার করা হয়।
অতএব, সঠিক উত্তর হবে (ঘ)।

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Inevitable"?
Created: 2 weeks ago
A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 weeks ago