'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
উত্তরের বিবরণ
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।
0
Updated: 1 month ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 1 month ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 1 month ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 1 month ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional
0
Updated: 1 month ago