সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- 

A

তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে 

B

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে 

C

শব্দের কথা ও লেখা রূপে 

D

বাক্যের সরলতা ও জটিলতায়

উত্তরের বিবরণ

img

সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে মূল পার্থক্য হলো ক্রিয়াপদ এবং সর্বনাম পদের ভিন্ন রূপের ব্যবহার। সাধু ভাষায় পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেখানে চলিত ভাষায় সংক্ষিপ্তরূপ বেশি প্রচলিত। এছাড়া, সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য থাকে, আর চলিত ভাষায় তদ্ভব শব্দ বেশি ব্যবহৃত হয়।


চলিত রীতি

  • চলিত রীতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, অর্থাৎ এটি পরিবর্তনশীল।

  • এই রীতিতে তদ্ভব শব্দ বেশি দেখা যায় এবং দেশি ও বিদেশি শব্দের ব্যবহারও থাকে।

  • চলিত রীতির দুই রূপ বিদ্যমান — মৌখিক ও লিখিত।

  • এটি সহজবোধ্য ও সংক্ষিপ্ত হওয়ায় সাধারণ কথোপকথন, আলাপ-আলোচনা এবং বক্তৃতায় ব্যবহার উপযোগী।


সাধু ভাষা / সাধু রীতি

  • দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, জ্ঞানচর্চা ও আনুষ্ঠানিক যোগাযোগের জন্য সাধু রীতির উদ্ভব ঘটে।

  • উনিশ শতকের শুরুতে সাধু রীতির বিকাশ হয়।

  • সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘ ও সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়।

  • ক্রিয়াপদ ও সর্বনাম পদ বিশেষ নিয়ম অনুসরণ করে গঠিত হয়।

  • চলিত ভাষার তুলনায় সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ অনেক বেশি আকারিক ও পূর্ণরূপে থাকে।

  • অনেক সর্বনামে ‘হ’ বর্ণ যুক্ত থাকে, যেমন: তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।


সংক্ষেপে

সাধু ও চলিত ভাষার পার্থক্য মূলত ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদের ওপর নির্ভরশীল। সাধু ভাষা পূর্ণরূপ ও তৎসম শব্দের সমৃদ্ধ, যেখানে চলিত ভাষা পরিবর্তনশীল, সংক্ষিপ্ত এবং তদ্ভব শব্দভাণ্ডারে সমৃদ্ধ।


উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

Unfavorite

0

Updated: 5 months ago

Related MCQ

সাধু ও চলিত ভাষার পার্থক্য

Created: 1 week ago

A

শব্দগঠনের নিয়মে

B

ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

C

উচ্চারণের ভিন্নতায়

D

বাক্যগঠনের পদ্ধতিতে

Unfavorite

0

Updated: 1 week ago

কোনটি সাধু ভাষার শব্দ?

Created: 1 month ago

A

দন্ত

B

বাঘ

C

কান

D

হাতি

Unfavorite

0

Updated: 1 month ago

চলিত ভাষার শব্দ কোনটি?

Created: 2 months ago

A

জুতা

B

মাথা

C

তুলা

D

বন্য

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD