An extra message added at the end of a letter after it is signed is called _____ .
A
corrigendum
B
postscript
C
NB
D
RSVP
উত্তরের বিবরণ
Postscript is an extra message added at the end of a letter after it is singed.
চিঠিতে স্বাক্ষরের পর যুক্ত অত্তিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় - Postscript.
- একে সংক্ষিপ্ত ভাবে - PS বলে।
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- যার বাংলা অর্থ- পুনশ্চ, পত্রের পুনশ্চ লিখন।
• অন্যদিকে,
• Corrigendum (noun)
English Meaning: A thing to be corrected, typically an error in a printed book.
Bangla Meaning: সংশোধনীয় বিষয়।
• NB এর পূর্ণরূপ হলো Nota Bene.
- Nota Bene (Latin phrase)
- English Meaning: used to call attention to something important.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয়।
• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.
• Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond / please reply.
- It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 2 months ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 2 months ago
Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
Created: 2 months ago
A
in
B
over
C
by
D
On
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 months ago
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and _____ to the rules.
Created: 2 months ago
A
adherence
B
respectful
C
knowledge
D
awareness
শূন্যস্থানে সঠিক উত্তর: adherence
-
পূর্ণ বাক্য: Parliamentary democracy demands discipline and adherence to the rules.
-
বাংলা অর্থ: সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মানার দাবি করে।
• adherence (noun) এর অর্থ
-
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি, মতবাদ বা নীতির প্রতি দৃঢ়তা বা অঙ্গীকার।
-
বাংলা অর্থ: আনুগত্য, বিশ্বস্ততা, মেনে চলা।
-
উদাহরণ বাক্য: Ceremony implies honor, and honor implies adherence to traditions.
অর্থ: আনুষ্ঠানিকতা সম্মান বোঝায়, আর সম্মান বোঝায় ঐতিহ্যের প্রতি আনুগত্য।
• কেন adherence সঠিক উত্তর?
-
বাক্যটিতে and এর আগে একটি noun (discipline) আছে। তাই and-এর পরে আরেকটি noun দরকার, যেটি adherence।
-
অর্থের দিক থেকেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা বোঝাতে adherence সবচেয়ে উপযুক্ত।
• বাকি অপশনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
খ) respectful → adjective (বিশেষণ), মানে: সশ্রদ্ধ।
-
গ) knowledge → noun (বিশেষ্য), মানে: জ্ঞান, অভিজ্ঞতা।
-
ঘ) awareness → uncountable noun, মানে: সচেতনতা, সতর্কতা।
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago