A
Rectification
B
Inversion
C
Amplification
D
Modulation
উত্তরের বিবরণ
কম্পিউটার পাওয়ার সিস্টেম
-
কম্পিউটারকে স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে।
-
এটি AC কে DC তে রূপান্তর করে ব্যবহারযোগ্য করে তোলে।
UPS (Uninterruptible Power Source)
-
পাওয়ার সিস্টেমের উন্নত রূপ।
-
এতে থাকে: স্টোরেজ ব্যাটারি, rectifier, inverter ও control circuits।
-
বিদ্যুৎ লাইনে ভোল্টেজ ওঠানামা করলে ব্যাটারি থেকে AC বিদ্যুৎ সরবরাহ হয়।
ব্যাটারির ভূমিকা
-
ব্যাটারি হলো কম ভোল্টেজের DC উৎস।
-
DC কে AC তে রূপান্তর (Inversion) করে transformer দ্বারা ভোল্টেজ বাড়ানো হয়।
Inversion ও ট্রানজিস্টরের ব্যবহার
-
Inversion করা হয় high-power transistor দিয়ে।
-
ট্রানজিস্টর switch-এর মতো কাজ করে।
-
৫০/৬০ Hz ফ্রিকোয়েন্সিতে AC তৈরি করে।
উৎস: Britannica

0
Updated: 17 hours ago