A
have
B
news
C
no
D
for
উত্তরের বিবরণ
I have no news for you – এখানে no হচ্ছে Determiner।
কারণ no শব্দটি news (noun) এর আগে এসেছে এবং এটি noun এর পরিমাণ বা প্রকৃতি নির্ধারণ করছে।
Determiner কী?
-
Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে এসে তা নির্দিষ্ট বা অনির্দিষ্ট, পরিমাণ বা ধরন নির্ধারণ করে।
-
সহজভাবে বলতে গেলে, Determiner noun কে “পরিচয় দেয়” বা “নির্ধারণ করে”।
প্রধান Determiner-এর ধরন ও উদাহরণ:
-
Articles: a, an, the
-
Demonstratives: this, that, these, those
-
Possessives: my, your, our, his, her, their, its
-
Numerals: one, two, three, four …
-
Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much, another, enough, several
উৎস: A Passage to the English Language – S.M. Zakir HussainAccessible Dictionary – Bangla Academy

0
Updated: 17 hours ago
Which of the following words has been formed with a prefix?
Created: 2 days ago
A
amoral
B
authentic
C
amnesia
D
aspersions
• Amoral has been formed with a prefix.
- Amoral (a+moral) - অনৈতিক।
- শব্দটি গঠিত হয়েছে a (=without) prefix যুক্ত হয়ে।
• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Authentic (adjective) (root word)
- প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম; প্রকৃত; যথার্থ।
গ) Amnesia [Uncountable noun] (root word)
- (চিকিৎসাশাস্ত্র) আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ।
ঘ) Aspersions (noun) (root word)
- কুৎসা করা; কটাক্ষপাত করা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 days ago
What is the most appropriate synonym of the word, 'Menacing' from the options below:
Created: 2 weeks ago
A
Encouraging
B
Alarming
C
Promising
D
Auspicious
Menacing (verb transitive)
-
ভীতি প্রদর্শন করা; হুমকি দেওয়া।
অপশনগুলোর অর্থ:
ক) Encouraging (verb transitive): উৎসাহ দেওয়া, সাহস জোগানো, আশ্বস্ত করা।
খ) Alarming (participial adjective): আতঙ্কজনক, ভীতিকর, বিপদের আশঙ্কা জাগায় এমন।
গ) Promising (adjective): প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময়, প্রতিশ্রুতিপূর্ণ।
ঘ) Auspicious (adjective): শুভ, অনুকূল, মঙ্গলজনক, শুভক্ষণ নির্দেশক।
বিশ্লেষণ:
উপরের শব্দগুলোর অর্থ লক্ষ্য করলে দেখা যায়, Menacing শব্দটি ভীতিপ্রদ বা হুমকিসূচক অর্থে ব্যবহৃত হয়। প্রদত্ত অপশনগুলির মধ্যে Alarming একই ধরনের ভীতিকর বা আতঙ্কজনক ধারণা প্রকাশ করছে।
তাই, সঠিক উত্তর হলো Alarming।
Source: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 1 week ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 1 week ago