A
হাসান হাফিজুর রহমান
B
আল মাহমুদ
C
হুমায়ুন আজাদ
D
শক্তি চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
আল মাহমুদ রচিত অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’, যা প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। এ গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার পাশাপাশি ‘সোনালী কাবিন’ শিরোনামের চৌদ্দটি সনেট নিয়ে গঠিত একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে, যা একে একপ্রকার ক্ষুদ্র কাব্যগ্রন্থ হিসেবেও চিহ্নিত করে।
আল মাহমুদ
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি কেবল একজন প্রথিতযশা কবিই নন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে ‘সোনালী কাবিন’ (১৯৭৩) বিশেষভাবে স্বীকৃত।
আল মাহমুদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
লোক লোকান্তর
-
কালের কলস
-
সোনালী কাবিন
-
পাখির কাছে ফুলের কাছে
-
অদৃষ্টবাদীদের রান্নাবান্না
আল মাহমুদ রচিত উপন্যাস
ডাহুকী
-
উপমহাদেশ
-
আগুনের মেয়ে
-
চেহারার চতুরঙ্গ
-
কাবিলের বোন
আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ
পানকৌড়ির রক্ত
-
সৌরভের কাছে পরাজিত
-
গন্ধবণিক
-
ময়ূরীর মুখ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
Created: 2 months ago
A
বারীন্দ্রকুমার ঘোষ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বীরজাসুন্দরী দেবী
D
মুজাফফর আহমদ
কবি কাজী নজরুল ইসলাম তাঁর 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।
'সঞ্চিতা' হলো কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন, যা ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটি নজরুল ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এতে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত রয়েছে। নজরুলের কবিতার প্রকৃত ধারা ও বৈশিষ্ট্য বোঝার জন্য 'সঞ্চিতা' একটি গুরুত্বপূর্ণ সংকলন, কারণ জীবিত অবস্থায় তিনি নিজেও এটিকে তাঁর শ্রেষ্ঠ কাব্য সৃষ্টি হিসেবে মেনে নিয়েছিলেন।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত নাটক 'বসন্ত' কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-
Created: 1 month ago
A
তালিম হোসেন
B
ফররুখ আহমদ
C
গোলাম মোস্তফা
D
আবুল হোসেন
'সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা- 'ফররুখ আহমদ'
ফররুখ আহমদ বিংশ শতকের একজন খ্যাতিমান বাংলা কবি। তিনি ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা কবিতায় ইসলামী ভাবধারা ও সমাজসচেতনতা তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ।
সাহিত্যিক খ্যাতি ও যাত্রা
◾ প্রথম খ্যাতি:
১৯৪৪ সালে কলকাতার ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে রচিত তাঁর বিখ্যাত কবিতা ‘লাশ’ কবিকে জনপ্রিয়তার প্রথম শিখরে পৌঁছে দেয়।
◾ প্রথম প্রকাশিত কাব্য:
‘সাত সাগরের মাঝি’ ছিল তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা তাঁকে কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে।
কাব্যগ্রন্থ ও সাহিত্যকর্ম
উল্লেখযোগ্য কাব্য:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
মুহূর্তের কবিতা
-
নৌফেল ও হাতেম (কাব্যনাট্য)
-
হাতেমতায়ী (কাহিনিকাব্য)
-
হাবেদা মরুর কাহিনী
বিশেষ কাব্য:
-
‘সিরাজাম মুনিরা’ — ফররুখ আহমদের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এটি ইসলামী ভাবনাচিন্তা ও রূপকথার সৃজনশীল সংমিশ্রণে রচিত।
শিশুতোষ সাহিত্য
শিশুদের জন্যও তিনি চমৎকার সব সাহিত্য রচনা করেছেন। তাঁর শিশুতোষ রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি কাব্যগ্রন্থ?
Created: 4 weeks ago
A
শেষ প্রশ্ন
B
শেষ লেখা
C
শেষের কবিতা
D
শেষের পরিচয়
‘শেষলেখা’ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষজীবনের এক গভীর আত্মস্মরণ ও দার্শনিক বোধের কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪১ সালে, কবির মৃত্যুর পর। জীবনের অন্তিম প্রহরে রচিত এই কবিতাগুলি যেন তাঁর অন্তরের নীরব প্রতিধ্বনি।
বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এই গ্রন্থের নাম ‘শেষলেখা’ কবি নিজে নির্ধারণ করে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর এই নামকরণ করা হয়।
এখানে অন্তর্ভুক্ত অধিকাংশ কবিতা তিনি লিখেছেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, আর কিছু কবিতা রচিত হয়েছিল মুখে মুখে—যার সাক্ষী ছিলেন তাঁর সেবক ও সঙ্গীরা।
এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছিলেন:
"রূপ-নারায়ণের কূলে,
জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।"
এই কয়েকটি চরণ যেন তাঁর চেতন ও অবচেতন জগতের মিলনবিন্দু, যা তাঁকে জীবনের শেষ মুহূর্তেও আলোর পথে এগিয়ে রাখে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে 'শেষ' শব্দটি বহুভাবে ব্যবহৃত হয়েছে। যেমন:
-
‘শেষ কথা’ — একটি প্রখ্যাত ছোটগল্প, যেখানে সম্পর্ক, সমাজ ও মানবিক দ্বন্দ্ব চিত্রিত হয়েছে।
-
‘শেষের কবিতা’ — একটি দর্শনভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, বুদ্ধিবৃত্তি ও আত্মনিরীক্ষার মোহজাল তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘শেষ’ শব্দ ব্যবহার করে লিখেছেন দুটি বিখ্যাত উপন্যাস:
-
‘শেষ প্রশ্ন’ — যেখানে ব্যক্তিগত ও সামাজিক প্রশ্নে টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
-
‘শেষের পরিচয়’ — একটি সম্পর্কের শেষ ধাপে গঠিত জটিলতার প্রতিচ্ছবি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago