Which sentence is grammatically correct?
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.
উত্তরের বিবরণ
0
Updated: 5 months ago
Which of the following is correct?
Created: 2 months ago
A
I will be working on my project all night.
B
I will be work on my project all night.
C
I will working on my project all night.
D
I will to be working on my project all night.
Correct sentence: I will be working on my project all night.
Future Continuous Tense:
ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এমন বোঝাতে Future Continuous Tense ব্যবহার হয়।
Structure: Subject + shall/will be + main verb + ing + object
Examples:
I will be working on my project all night.
She will be attending the conference next week.
They will be travelling to Europe this time next year.
বাকি বিকল্পগুলো ভুল কারণ:
খ) “will be work” → ভুল, কারণ “be + V-ing” দরকার।
গ) “will working” → ভুল, “be” দরকার।
ঘ) “will to be working” → ভুল, “to” দরকার নেই এবং structure ঠিক নয়।
0
Updated: 2 months ago
Which one is correct?
Created: 6 days ago
A
The old man was died yesterday
B
The old man had died yesterday
C
The old man died yesterday
D
The old man has died yesterd
ইংরেজি ব্যাকরণে কিছু নির্দিষ্ট সময় নির্দেশক শব্দ বা time adverb থাকে, যেগুলো ব্যবহৃত হলে সাধারণত বাক্যটি Past Indefinite Tense বোঝায়। এই tense দ্বারা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে সংঘটিত ও সম্পন্ন কাজ বোঝানো হয়।
-
Yesterday ব্যবহৃত হয় আগের দিন সংঘটিত কাজ বোঝাতে। যেমন: I met him yesterday.
-
Ago সবসময় Past Indefinite Tense নির্দেশ করে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধান বোঝায়। যেমন: He left two days ago.
-
Last, last night, last week, last month, last year ইত্যাদি ব্যবহার হয় অতীতের কোনো নির্দিষ্ট সময় বোঝাতে। যেমন: She visited her grandmother last week.
-
The day before অর্থাৎ আগের দিন সংঘটিত ঘটনা প্রকাশ করে। যেমন: They arrived the day before.
-
As soon as ব্যবহৃত হয় দুইটি অতীত ক্রিয়া সংযোগ করতে, যেখানে একটি কাজ শেষ হতেই অন্যটি শুরু হয়। যেমন: As soon as he saw me, he smiled.
-
এসব শব্দ ব্যবহারে verb-এর past form ব্যবহার করা হয়, অর্থাৎ V₂ form। যেমন: go → went, eat → ate, see → saw।
-
Past Indefinite Tense-এ সাধারণত did ব্যবহার হয় প্রশ্ন ও নাকচ বাক্যে। যেমন: Did you go there yesterday? / I did not see him last night.
-
এই tense-এর মাধ্যমে কাজের সময় অতীতে নির্দিষ্টভাবে বোঝানো হলেও এর কোনো চলমানতা থাকে না; কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে বোঝায়।
-
এছাড়া, সময় নির্দেশক শব্দগুলোর মাধ্যমে বাক্যে স্পষ্ট হয় যে ঘটনাটি বর্তমান নয়, অতীতে ঘটেছিল এবং বর্তমানে তার কোনো প্রভাব নেই।
অতএব, yesterday, ago, last, last night, last week, last month, the day before, as soon as ইত্যাদি শব্দ যুক্ত বাক্য সাধারণত Past Indefinite Tense নির্দেশ করে, কারণ এসব শব্দ অতীতে সম্পন্ন কাজের সময় স্পষ্টভাবে নির্ধারণ করে।
0
Updated: 6 days ago
Which of the following sentences is the correct one?
Created: 3 months ago
A
Paper is made of wood.
B
Paper is made from wood.
C
Paper is made by wood.
D
Paper is made on wood.
✅ সঠিক বাক্য: Paper is made from wood.
🔹 যখন কোনো বস্তু তৈরির পর তার মূল উপাদানটি দৃশ্যমান এবং একই অবস্থায় থাকে, তখন made of ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
The table is made of wood.
-
The ring is made of gold.
এখানে টেবিল ও আংটিটি তৈরি হলেও কাঠ ও সোনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাই made of ব্যবহৃত হয়েছে।
🔹 অপরদিকে, যদি কোনো কিছু তৈরির পর তার উপাদানটি আর দেখা না যায় বা উপাদানের রূপান্তর ঘটে, তাহলে made from ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Paper is made from wood.
-
Glass is made from sand.
কাগজ বা কাঁচ তৈরি হলেও কাঠ বা বালির মূল রূপ সেখানে আর দৃশ্যমান নেই, বরং তা পরিবর্তিত হয়েছে। তাই এখানে made from প্রযোজ্য।
0
Updated: 3 months ago