A
lack
B
abundance
C
poverty
D
shortage
উত্তরের বিবরণ
'abundance' means the opposite of 'dearth'.
উত্তর: Dearth
শব্দগুলোর অর্থ এবং উদাহরণ:
-
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
-
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
অপশনগুলোর অন্যান্য শব্দের অর্থ:
-
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
-
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
-
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)
উৎস: Accessible Dictionary, Bangla Academy
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)

0
Updated: 17 hours ago
"To keep someone at arm's length" implies-
Created: 1 week ago
A
To keep someone close
B
To maintain distance
C
Maintain a healthy relationship
D
To protect someone from danger

0
Updated: 1 week ago
Who is the last character to die in the play?
Created: 1 week ago
A
Claudius
B
Gertrude
C
Laertes
D
Hamlet
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
William Shakespeare (1564-1616)
No subjects available.
The final scene of Hamlet ends with a duel that causes the deaths of the main characters in rapid succession. The order of deaths is:
-
Gertrude: She unknowingly drinks from a poisoned cup intended for Hamlet by Claudius.
-
Laertes: He is wounded by his own poisoned sword during the duel with Hamlet. Before dying, he reveals Claudius’s plot.
-
Claudius: Upon realizing the truth, Hamlet stabs Claudius with the poisoned sword and forces him to drink the rest of the poisoned wine.
-
Hamlet: Struck by Laertes's poisoned blade, Hamlet dies last, ensuring Claudius is dead and asking Horatio to tell his story.
-
Key point: Hamlet is the last to die in the final scene.

0
Updated: 1 week ago
The label can easily be detached _____ the package.
Created: 2 weeks ago
A
in
B
from
C
of
D
for
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.
Complete sentence: The label can easily be detached from the package.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

0
Updated: 2 weeks ago