Identify the word which remains the same in its plural form :
A
aircraft
B
intention
C
mouse
D
thesis
উত্তরের বিবরণ
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aircraft remains the same in its plural form.
অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, pice, salmon, series, sheep, swine etc.
• অন্য অপশন গুলোর মধ্যে -
- Appendix হচ্ছে singular, যার plural form হচ্ছে Appendices.
- Mouse শব্দটির plural form হলো - Mice.
- Intention শব্দটির plural form হলো - Intentions.
Source: Accessible Dictionary bt Bangla Academy.

0
Updated: 1 month ago
Which of the following was written by William Makepeace Thackeray?
Created: 3 weeks ago
A
Joseph Andrews
B
Silas Marner
C
Vanity Fair
D
The Old Bachelour
Vanity Fair উপন্যাসটি William Makepeace Thackeray রচিত।
Vanity Fair
-
এটি Thackeray-এর লেখা উপন্যাস।
-
Thackeray ছিলেন Victorian Period-এর একজন ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত monthly installments-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
বই আকারে প্রকাশিত হয় ১৮৪৮ সালে।
-
Thackeray-এর পূর্বের সাহিত্য বেশিরভাগ ছদ্মনাম বা unsigned নামে প্রকাশিত হলেও Vanity Fair তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: Becky Sharp, একজন মেয়ে।
William Makepeace Thackeray (1811–1863)
-
Indian-born British novelist।
-
Victorian Period-এর একজন বিশিষ্ট ঔপন্যাসিক।
-
The Cornhill Magazine-এর founder।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
অন্য লেখক ও তাদের কাজ:
-
Joseph Andrews – Henry Fielding
-
Silas Marner – George Eliot
-
The Old Bachelor – William Congreve
উৎস:

0
Updated: 3 weeks ago
An antonym of 'Divulge' is-
Created: 1 month ago
A
Consume
B
Disclose
C
Conceal
D
Indulge
Antonym of ‘Divulge’
• Answer:
-
গ) Conceal
• Divulge (Verb)
-
English Meaning: To make known (something, such as a confidence or secret)
-
Bangla Meaning: গোপন কথা ফাঁস করা
• Synonyms of Divulge:
-
Expose: উন্মোচিত করা
-
Leak: ফাঁস করা
-
Reveal: প্রকাশ করা
-
Disclose: উন্মুক্ত করা
-
Display: প্রদর্শন করা
• Antonyms of Divulge:
-
Conceal: গুপ্ত, লুকানো
-
Cloak: গোপন করা
-
Hide: লুকানো
-
Disguise: ছদ্মবেশ
-
Camouflage: ছদ্মবেশের দ্বারা গোপন করা
• অন্যান্য শব্দের পার্থক্য:
-
Consume: আহার বা পান করা; নিঃশেষ করা
-
Indulge: পরিতৃপ্ত করা; বাসনা ইত্যাদি চরিতার্থ করা; প্রশ্রয়/আশকারা দেওয়া; ইচ্ছাপূরণ করা; অনুবর্তন করা
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica

0
Updated: 1 month ago