Identify the word which is spelt incorrectly :
A
consciencious
B
perseverance
C
convalescence
D
maintenance
উত্তরের বিবরণ
Of the following অপশন ক)consciencious is spelt incorrectly.
The correct spelling is - Conscientious.
• Conscientious (adjective)
English meaning: Wishing to do one's work or duty well and thoroughly
Bangla meaning: বিবেকবান, বিবেকবুদ্ধিসম্পন্ন।
Example: She was a popular and conscientious teacher.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Perseverance (noun):
English Meaning: Continued effort to do or achieve something, even when this is difficult or takes a long time/ Persistence in doing something despite difficulty or delay in achieving success.
Bangla Meaning: নিরবচ্ছিন্ন প্রচেষ্টা; শর্ত; প্রয়োজনীয় গুণাবলি; যোগ্যতা।
Example: It took a lot of patience and perseverance for all sides to reach an agreement.
• Convalescence (noun):
English Meaning: Time spent recovering from an illness or medical treatment; recuperation.
Bangla Meaning: রোগমুক্তির পর ক্রমে ক্রমে স্বাস্থ্য ফিরে পাওয়া
Example: I had a long convalescence ahead.
• Maintenance (noun)
English meaning: the work needed to keep a road, building, machine, etc. in good condition.
Bangla meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।
Example: Old houses need a lot of maintenance.
Source: Accessible Dictionary by Bangla Academy. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Choose the correct spelt word:
Created: 2 months ago
A
Tsunami
B
Sunami
C
suname
D
Sunamee
✔ সঠিক বানান: Tsunami (অপশন ‘ক’)
Tsunami (Noun)
ইংরেজি অর্থ: সমুদ্রের নিচে ভূমিকম্প বা অন্য কোনো শক্তিশালী নড়াচড়ার কারণে সৃষ্ট বিশাল ঢেউ।
বাংলা অর্থ: সুনামি; সমুদ্র, নদী বা বড় জলাশয়ে ভূমিকম্প, ভূমিধস বা আগ্নেয়গিরির উদ্গিরণ থেকে তৈরি বিশাল ঢেউ বা জলোচ্ছ্বাস।
উদাহরণ:
-
২০০৪ সালে এক ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি হয়, যা ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের আশেপাশের অনেক দেশের পুরো গ্রাম ধ্বংস করে দেয়।
-
সুনামিতে বাড়ি ও পরিবার হারিয়ে সে এলাকা ছেড়ে চলে যায়।
সূত্র: Cambridge Dictionary, Bangla Academy – Accessible Dictionary

0
Updated: 2 months ago
Who has organized the meeting? [passive]
Created: 1 month ago
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?

0
Updated: 1 month ago