Which word means the opposite of 'dearth'?
A
lack
B
abundance
C
poverty
D
shortage
উত্তরের বিবরণ
'abundance' means the opposite of 'dearth'.
উত্তর: Dearth
শব্দগুলোর অর্থ এবং উদাহরণ:
-
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
-
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
অপশনগুলোর অন্যান্য শব্দের অর্থ:
-
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
-
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
-
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)
উৎস: Accessible Dictionary, Bangla Academy
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)

0
Updated: 1 month ago
The news that Rajib got married took everyone by surprise. Here, the underlined part is-
Created: 2 weeks ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Independent clause
এই উদাহরণটি থেকে বোঝা যায় যে, noun clause হলো এমন একটি subordinate clause যা sentence-এ noun-এর মতো কাজ করে, যেমন subject, object, complement বা apposition হিসেবে। সাধারণত একক শব্দ দিয়ে বোঝানো সম্ভব না হলে noun clause ব্যবহার করা হয়।
-
উদাহরণ: "The news that Rajib got married took everyone by surprise." এখানে that Rajib got married হলো noun clause, যা news নামক noun-এর apposition হিসেবে কাজ করছে এবং news কী তা ব্যাখ্যা করছে।
-
Noun clause সাধারণত that দিয়ে শুরু হয় এবং একটি single noun-এর মতো কাজ করে।
-
Apposition বলতে বোঝায় এমন তথ্য যা কোনো noun বা pronoun-এর অতিরিক্ত ব্যাখ্যা দেয়, কিন্তু সেটিকে modify করে না। তাই adjective clause নয়।
-
যখন কোনো noun-এর দোষ, গুণ, সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়, তখন তা adjective clause হয়।
-
Noun clause-এর ক্ষেত্রে অর্থের দিক থেকে "এটাই সেটা" ধরনের তথ্য পাওয়া যায়, যেমন উদাহরণে that Rajib got married হলো সেই news।
Noun clause-এর ব্যবহার বিভিন্ন স্থানে:
-
Subject হিসেবে: Verb-এর subject হিসাবে ব্যবহার করা যায়।
-
Object হিসেবে: Transitive verb-এর object হিসাবে ব্যবহার করা যায়।
-
Complement হিসেবে: Verb-এর complement হিসাবে আসতে পারে।
-
Preposition-এর object হিসেবে: Preposition-এর পরে object হিসাবে আসতে পারে।
-
Noun/pronoun-এর apposition হিসেবে: Noun বা pronoun-এর অতিরিক্ত তথ্য হিসাবে কাজ করে।
উল্লেখ্য: Noun clause সেই clause যা sentence-এ noun-এর মতো ব্যবহার হয় এবং single word দ্বারা বোঝানো সম্ভব না হলে প্রয়োজন হয়।

0
Updated: 2 weeks ago
What is the meaning of Quaint?
Created: 1 month ago
A
Modern
B
Unusual and charming
C
Ordinary
D
Ugly
সঠিক উত্তর হলো: Unusual and charming।
Quaint (adjective) শব্দের অর্থ হলো এমন কিছু যা অদ্ভুত হলেও আকর্ষক এবং বিশেষত পুরানো ধাঁচের। বাংলায় এর অর্থ হতে পারে অদ্ভুত কিন্তু আকর্ষক, খেয়ালি।
উদাহরণ বাক্য:
-
He was wearing a quaint dress।
-
In Spain, we visited a cobblestone plaza with quaint little cafés around its perimeter।

0
Updated: 1 month ago
Rubel called me at the time of playing cricket. (Make it complex)
Created: 1 month ago
A
Rubel called me when I am playing cricket.
B
Rubel called me when I was playing cricket.
C
Rubel called me and I was playing cricket.
D
Rubel called me when I was played cricket.
Rule for converting a simple sentence with “at the time of” into a complex sentence:
-
Keep the first clause unchanged.
-
Replace “at the time of” with “when”.
-
Adjust the second clause according to the tense of the first clause.
Example:
-
Simple Sentence: Rubel called me at the time of playing cricket.
-
Complex Sentence: Rubel called me when I was playing cricket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 1 month ago