'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
A
১৯২৩ সন
B
১৯২১ সন
C
১৯১৯ সন
D
১৯১৮ সন
উত্তরের বিবরণ
‘বিদ্রোহী’ কবিতা
-
রচনা ও প্রকাশ: কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে রচনা করেন। এটি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ২২ পৌষ, ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২) তারিখে প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থ: কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর দ্বিতীয় কবিতা।
-
বিপ্লবী ভাবনা: নজরুল ইসলামের অন্যান্য কবিতাতেও বিদ্রোহ-ভাব লক্ষ্য করা যায়, তবে ‘বিদ্রোহী’ কবিতার জন্যই তিনি চিরকাল বাঙালির বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। কবিতার মূল বিষয় হলো বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
-
অগ্নিবীণা কাব্যের অন্যান্য কবিতা:
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বরধারিণী মা
৪. আগমনী
৫. ধুমকেতু
৬. কামালপাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররমউৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
কলকাতা
B
ঢাকা
C
লন্ডন
D
মুর্শিদাবাদ
নীল-দর্পণ
-
রচয়িতা ও প্রকাশ: ‘নীল-দর্পণ’ (১৮৬০) নাটকটি দীনবন্ধু মিত্র রচিত এবং এটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে পরিচিত। প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে ১৮৬০ সালে।
-
বিষয়বস্তু: নাটকটি তখনকার সময়ের নীলচাষী কৃষক ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন, শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ ও অসাম্য তুলে ধরে।
-
সমাজে প্রভাব: এটি প্রকাশিত হওয়ার পর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহকে প্রভাবিত করে।
-
অনুবাদ ও বিতর্ক: মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে ইংরেজিতে অনুবাদ করেন, নাম দেন ‘Nil Darpan or The Indigo Planting Mirror’ (১৮৬১)। প্রকাশক পাদ্রি জেমস লং আদালতের অর্থদণ্ডে দণ্ডিত হন।
-
প্রশংসা ও তুলনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে আমেরিকান ঔপন্যাস ‘আঙ্কল টমস কেবিন’-এর সঙ্গে তুলনা করেছেন।
-
বিশেষত্ব: এটি রচনার সময় থেকে আজ পর্যন্ত জাতীয় চেতনার উজ্জীবক নাটক হিসেবে বিবেচিত। এছাড়াও, এটি বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
-
প্রকাশ ইতিহাস: ১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে প্রথম প্রকাশিত হয়। ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এই নাটকের মাধ্যমে সাধারণ রঙ্গালয়ে অভিনয়ের সূচনা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
Created: 1 month ago
A
ঢাকার পল্টন
B
নওগাঁর পরিসর
C
কুষ্টিয়ার কুমারখালী
D
ময়মনসিংহের ত্রিশাল
গ্রামবার্তা প্রকাশিক
বাংলার মফস্বল অঞ্চল থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম ছিল ‘গ্রামবার্তা প্রকাশিকা’। এটি একটি মাসিক পত্রিকা ছিল।
১৮৬৩ সালের এপ্রিলে কুষ্টিয়া জেলার কুমারখালী (তৎকালীন নদীয়া জেলার অন্তর্ভুক্ত) থেকে এই পত্রিকাটি বের হয়। কুমারখালী বাংলা পাঠশালার প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেও পরিচিত, ছিলেন এর সম্পাদক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Created: 1 month ago
A
১৯১০
B
১৯১১
C
১৯১২
D
১৯১৩
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫৭টি গানের সংকলন।
-
গানগুলো মূলত ১৯০৮ ও ১৯০৯ সালে লেখা হয় এবং ১৯১০ সালে একত্রিত গ্রন্থ আকারে প্রকাশিত হয়।
-
গীতাঞ্জলি লেখা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়, যার ছন্দ পড়তে এবং বোঝতেও সুন্দর।
-
এই গানগুলো মূলত কবিতার আকারে, তাই সাহিত্যিক এবং ভাবগভীর।
-
১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ডে Song Offerings নামে একটি ইংরেজি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়, যা মূলত গীতাঞ্জলির ভাব ও আধ্যাত্মিকতা, প্রকৃতি ও প্রেমের অনুভূতি তুলে ধরে। সম্পূর্ণ অনুবাদ না হলেও, এই গ্রন্থের মাধ্যমে গীতাঞ্জলির মর্ম অনেকটাই ইংরেজি পাঠকের কাছে পৌঁছে।
-
Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago