যে ভূমিতে ফসল জন্মায় না-
A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
উত্তরের বিবরণ
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 months ago
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
Created: 3 months ago
A
অপূর্ব
B
অদৃষ্টপূর্ব
C
অভূতপূর্ব
D
ভূতপূর্ব
এক কথায় প্রকাশ (সংক্ষিপ্ত রূপে ভাব প্রকাশ):
-
যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
-
যা আগে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
-
যা আগে কখনো শোনা যায়নি – অশ্রুতপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
-
যা বলা হয়নি – অনুক্ত
-
যা বলার যোগ্য নয় – অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।
অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
Created: 1 week ago
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago