A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
উত্তরের বিবরণ
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago
‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-
Created: 2 days ago
A
কৃত্তি
B
নির্মোক
C
অজিন
D
করভ
'নির্মোক' শব্দের অর্থ হলো সাপের ফেলা খোলস বা ত্বক। এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ। যখন সাপ তার পুরনো চামড়া বদলায়, সেই খোলসটিকে 'নির্মোক' বলা হয়।

0
Updated: 2 days ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 2 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
অনন্যমনা
B
অন্যপক্ষ
C
অগত্যা
D
অনন্যোপায়

0
Updated: 1 week ago