'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
A
আলালের ঘরের দুলাল
B
মৃত্যুক্ষুধা
C
জোহরা
D
হাজার বছর ধরে
উত্তরের বিবরণ
আলালের ঘরের দুলাল
‘আলালের ঘরের দুলাল’ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস, যা ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে তিনি তৎকালীন সমাজের অস্থিরতা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুসরণ, এবং অব্যবস্থাপূর্ণ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মতিলাল, এক ধনী বাবু বাবুরামের পুত্র, কুসঙ্গে পড়ে এবং পিতার অবহেলায় ধ্বংসের পথে এগিয়ে যায়। বাবার মৃত্যুর পর সে সমস্ত সম্পদ অপচয় করে ফেলে।
এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া ওরফে ঠকচাচা। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর, এবং বাবুরাম।
প্যারীচাঁদ মিত্র:
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। তিনি ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত।
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হয়ে হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায়
-
জাত থাকার কি উপায়?
-
আধ্যাত্মিকা
উৎস: বাংলাপিডিয়া ও ড. সৌমিত্র শেখর-এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 5 months ago
মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
Created: 4 weeks ago
A
প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
B
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
C
প্রভাতকুমার শর্মা
D
প্রবোধকুমার শর্মা
মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন প্রভাবশালী এবং শক্তিমান লেখক। তিনি ১৯০৮ খ্রিষ্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। প্রকৃত নাম প্রবোধকুমার, এবং ‘মানিক’ ছিল তাঁর ডাকনাম।
মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মে বাংলার সামাজিক, রাজনৈতিক ও মানবিক বাস্তবতার জীবন্ত চিত্র পাওয়া যায়। তাঁর উপন্যাসগুলোতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও সম্পর্কের জটিলতা গভীরভাবে ফুটে ওঠে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
জননী
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মানদীর মাঝি
-
পুতুলনাচের ইতিকথা
-
শহরতলী
-
চিহ্ন
-
চতুষ্কোণ
-
সার্বজনীন
-
আরোগ্য
0
Updated: 4 weeks ago
বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
Created: 1 month ago
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:
0
Updated: 1 month ago
‘জয়গুণ’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 2 months ago
A
পদ্মার পলিদ্বীপ
B
সূর্য-দীঘল বাড়ী
C
পদ্মা নদীর মাঝি
D
হাজার বছর ধরে
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
-
উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত চিত্র।
-
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে উপন্যাসটি রচিত।
-
কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
হারেম
-
মহাপতঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago