'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'- উক্তিটি কোন উপন্যাসের?
A
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
B
শরৎচন্দ্রের 'পথের দাবী'
C
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
D
বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
উত্তরের বিবরণ
‘রাজসিংহ’ উপন্যাস
-
প্রকাশকাল: ১৮৮২ খ্রিস্টাব্দ। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
-
বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন—এটি তাঁর একমাত্র ঐতিহাসিক উপন্যাস।
-
‘রাজসিংহ’-এর চতুর্থ সংস্করণের বিজ্ঞাপনে তিনি লিখেছিলেন:
“আমি পূর্বে কখনও ঐতিহাসিক উপন্যাস লিখি নাই। ‘দুর্গেশনন্দিনী’, ‘চন্দ্রশেখর’ বা ‘সীতারাম’কে ঐতিহাসিক উপন্যাস বলা যায় না। ‘রাজসিংহ’ই আমার প্রথম ঐতিহাসিক উপন্যাস।” -
কাহিনির মূল বিষয়:
-
মোগল সম্রাট ঔরঙ্গজেব রাজস্থানের রাজকুমারী চঞ্চলকুমারীকে বিয়ে করতে চান।
-
এতে তাঁর সঙ্গে মেওয়ারের রানা রাজসিংহের বিরোধ সৃষ্টি হয়।
-
এই সংঘাতে রাজসিংহ জয়ী হন এবং চঞ্চলকুমারীকে লাভ করেন।
-
-
প্রধান চরিত্র: ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবউন্নিসা, উদিপুরী।
-
বিখ্যাত উক্তি: “কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না।”
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ২৭ জুন, ১৮৩৮; কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা।
-
বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাত।
-
তিনি শুধু ঔপন্যাসিক নন, সাংবাদিক ও নবজাগরণের অন্যতম পথিকৃৎও ছিলেন।
-
তিনটি উল্লেখযোগ্য উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম (ত্রয়ী উপন্যাস)।
-
তত্ত্বমূলক উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী।
-
রচনা করেছেন ‘সাম্য’ গ্রন্থ।
অন্যান্য বিখ্যাত উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
Created: 4 weeks ago
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:

0
Updated: 4 weeks ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
ভূমণ্ডল
B
আভ্যন্তর
C
জ্যোতিষ্মান
D
উন্মীলণ
বাংলা ভাষায় অশুদ্ধ বানান হলো ‘উন্মীলণ’। এর শুদ্ধ বানান হলো ‘উন্মীলন’।
শব্দের অর্থ:
-
বিকাশ
-
উন্মেষ
-
উদ্ঘাটন
-
উন্মোচন
অন্যদিকে, আভ্যন্তর, ভূমণ্ডল এবং জ্যোতিষ্মান শব্দগুলোর বানান শুদ্ধ।
(উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি উপন্যাস নয়?
Created: 1 month ago
A
দিবারাত্রির কাব্য
B
শেষের কবিতা
C
পল্লী-সমাজ
D
কবিতার কথা
কবিতার কথা, শেষের কবিতা, দিবারাত্রির কাব্য ও পল্লী-সমাজ—allই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা তাদের প্রকাশকাল, রচয়িতা ও মূল চরিত্রের দিক থেকে আলাদা। প্রতিটি গ্রন্থের তথ্য নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
-
কবিতার কথা: জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ। এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। গ্রন্থের বিখ্যাত উক্তি হলো: "সকলেই কবি নন, কেউ কেউ কবি"।
-
শেষের কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটি কাব্যোপন্যাস হিসেবেও পরিচিত। মূল চরিত্রগুলো হলো অমিত, লাবণ্য, কেতকী প্রমুখ।
-
দিবারাত্রির কাব্য: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস, যা ১৯৩৫ সালে প্রকাশিত হয়। প্রধান চরিত্রগুলো হলো হেরম্ব ও আনন্দ।
-
পল্লী-সমাজ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। এর আগে এটি “ভারতবর্ষ” পত্রিকায় ১৯১৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রধান চরিত্রগুলো হলো রমা, রমেশ, বেণী ও বলরাম।

0
Updated: 1 month ago