A
শিবরাত্রির আলো
B
একমাত্র সঞ্চয়
C
একমাত্র সন্তান
D
শিবরাত্রির গুরুত্ব
উত্তরের বিবরণ
বাগধারা ও তার অর্থ
-
শিবরাত্রির সলতে → একমাত্র সন্তান বা বংশধর।
বাক্য: দুলাল বা–মার শিবরাত্রির সলতে। -
কালে ভদ্রে → খুবই কম বা কদাচিৎ।
-
ডাকাবুকো → নির্ভীক বা দুঃসাহসী।
-
পায়া ভারি → অহঙ্কারী মনোভাব।
-
কানকাটা → লজ্জাহীন বা বেহায়া।
-
বকধার্মিক → ভণ্ড, ভক্তির ভান করে এমন লোক।
-
ঝিঙেফুল ফোটা → আয়ুর শেষ পর্যায়ে পৌঁছানো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 18 hours ago
‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
Created: 5 days ago
A
বাড়তি বোঝা
B
রূপের মোহ
C
ভূমিকা
D
ফিটফাট
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।

0
Updated: 5 days ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
Created: 2 weeks ago
A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
শরতের শিশির -বাগধারার অর্থ কী?
Created: 18 hours ago
A
সুসময়ের বন্ধু
B
সুসময়ের সঞ্চয়
C
শরতের শোভা
D
শরতের শিউলি ফুল
‘শরতের শিশির’
এই বাগ্ধারার মানে হলো — যে বন্ধু শুধু ভালো সময়ে থাকে, দুঃসময়ে পাশে থাকে না, বা অল্পস্থায়ী।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ:
-
কচু বনের কালাচাঁদ → অপদার্থ, অর্থহীন ব্যক্তি।
-
ঢাকের বাঁয়া → যার কোনো দাম নেই।
-
নারকের ঢেঁকি → বিবাদের মূল কারণ বা ঝামেলার বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি → প্রাণপণ সংগ্রাম বা বাঁচা-মরার লড়াই।
-
তাসের ঘর → টেকসই নয়, সহজেই ভেঙে পড়ে বা ক্ষণস্থায়ী।
-
চোখের বালি → চোখে লাগে এমন ব্যক্তি/চক্ষুশূল।
-
গুড়ে বালি → আশা ভঙ্গ বা আশায় নিরাশ হওয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 18 hours ago