A
সুসময়ের বন্ধু
B
সুসময়ের সঞ্চয়
C
শরতের শোভা
D
শরতের শিউলি ফুল
উত্তরের বিবরণ
‘শরতের শিশির’
এই বাগ্ধারার মানে হলো — যে বন্ধু শুধু ভালো সময়ে থাকে, দুঃসময়ে পাশে থাকে না, বা অল্পস্থায়ী।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ:
-
কচু বনের কালাচাঁদ → অপদার্থ, অর্থহীন ব্যক্তি।
-
ঢাকের বাঁয়া → যার কোনো দাম নেই।
-
নারকের ঢেঁকি → বিবাদের মূল কারণ বা ঝামেলার বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি → প্রাণপণ সংগ্রাম বা বাঁচা-মরার লড়াই।
-
তাসের ঘর → টেকসই নয়, সহজেই ভেঙে পড়ে বা ক্ষণস্থায়ী।
-
চোখের বালি → চোখে লাগে এমন ব্যক্তি/চক্ষুশূল।
-
গুড়ে বালি → আশা ভঙ্গ বা আশায় নিরাশ হওয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 18 hours ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 1 week ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 1 week ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 3 weeks ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 3 weeks ago
‘ইদুর কপালে’ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
Created: 5 days ago
A
মন্দ বাক্য
B
হাস্যকর চেহারা
C
ইদুরাকৃতি কপাল
D
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।

0
Updated: 5 days ago