শিব রাত্রির সলতে- বাগধারটির অর্থ কী?
A
শিবরাত্রির আলো
B
একমাত্র সঞ্চয়
C
একমাত্র সন্তান
D
শিবরাত্রির গুরুত্ব
উত্তরের বিবরণ
বাগধারা ও তার অর্থ
-
শিবরাত্রির সলতে → একমাত্র সন্তান বা বংশধর।
বাক্য: দুলাল বা–মার শিবরাত্রির সলতে। -
কালে ভদ্রে → খুবই কম বা কদাচিৎ।
-
ডাকাবুকো → নির্ভীক বা দুঃসাহসী।
-
পায়া ভারি → অহঙ্কারী মনোভাব।
-
কানকাটা → লজ্জাহীন বা বেহায়া।
-
বকধার্মিক → ভণ্ড, ভক্তির ভান করে এমন লোক।
-
ঝিঙেফুল ফোটা → আয়ুর শেষ পর্যায়ে পৌঁছানো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
Created: 3 months ago
A
সাহায্যকারী
B
তোষামুদে
C
বাদক
D
স্বাস্থ্যহীন লোক
• 'ঢাকের কাঠি' – এই বাগ্ধারাটি সাধারণত চাটুকার বা তোষামুদে ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: ঢাকের কাঠির মতো লোকদের কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
• 'ঢাকের বাঁয়া' – এ শব্দবন্ধটি অকেজো বা নিরর্থক কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও লাভ কী, মামুন তো ঢাকের বাঁয়া—কোনো কাজে লাগে না।
• 'ঢেঁকির কুমির' – এই বাগ্ধারাটি বোঝায় এমন লোকদের, যারা একেবারেই অযোগ্য বা নিরুদ্যম।
বাক্য: যারা ঢেঁকির কুমির, তারা চেষ্টা না করেই ব্যর্থতায় ডুবে থাকে।
• 'ঢাক পেটানো' – এর মাধ্যমে কোনো কিছুর ব্যাপক প্রচার বা প্রকাশ বোঝানো হয়।
বাক্য: মেয়েটির বয়স সতেরো—তা নিয়ে ঢাক পেটানোর মতো কিছু নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Created: 5 months ago
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
'জবরজং' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
বিপর্যস্ত অবস্থা
B
জমকালো কিন্তু বেমানান
C
পরিপাটি
D
গোলযোগ
জবরজং বাগ্ধারার অর্থ হলো জমকালো কিন্তু বেমানান।
-
উদাহরণ বাক্য: তোমাকে ওই জবরজং পোশাকে একটুও মানায়নি।
অন্যান্য সম্পর্কিত বাগ্ধারা:
-
ঝড়ো কাক: বিপর্যস্ত অবস্থা
-
ডামাডোল: গোলযোগ
-
লেফাফা দুরস্ত: পরিপাটি
0
Updated: 3 weeks ago