Wisdom শব্দের বাংলা অর্থ-
A
জ্ঞান
B
বুদ্ধি
C
মেধা
D
প্রজ্ঞা
উত্তরের বিবরণ
‘Wisdom’ শব্দটির বাংলা অর্থ হলো — গভীর ও বিস্তৃত জ্ঞান, প্রাজ্ঞতা, বিজ্ঞতা ও বিচক্ষণতা।
অন্যদিকে,
• ‘Knowledge’ মানে শুধুমাত্র ‘জ্ঞান’।
• ‘Intellect’ বোঝায় ‘মেধা’।
• ‘Intelligence’ অর্থ ‘বুদ্ধি’।
উৎস: অ্যাকসেসিবল ডিকশনারি

0
Updated: 3 months ago
‘সোম’ শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
কান্তি
B
শৈল
C
মিত্র
D
বিধু
'সোম' শব্দের অর্থ বিধু। সোম বিশেষ্য পদ যার অর্থ : বিধু, চন্দ্র; সপ্তাহের বারের নাম; বেদে বর্ণিত মাদক লতাবিশেষ।

0
Updated: 2 weeks ago
'খপোত' - শব্দের অর্থ কী?
Created: 3 days ago
A
পাখি
B
খরগোশ
C
উড়োজাহাজ
D
আকাশ
‘খপোত’ শব্দের অর্থ হলো বিমান, উড়োজাহাজ, আকাশযান।
অন্যান্য শব্দের অর্থ:
-
‘খরগোশ’ = শশক
-
‘গাড়ি’ = পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট
-
‘হরিণ’ = কুরঙ্গ, মৃগ, সুনয়ন
-
‘পাখি’ = পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী

0
Updated: 3 days ago
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
একাগ্রতায়
B
সমান ব্যবহারে
C
সম ভাবনায়
D
একযোগে
‘সমভিব্যাহারে’ শব্দটি হলো একটি ক্রিয়াবিশেষণ। এটি সংস্কৃত ও বাংলা মিলিতভাবে গঠিত। অর্থাৎ, শব্দটি গঠনের দিক থেকে দুই ভাষার সংমিশ্রণ।
শব্দটির অর্থ:
-
সঙ্গে
-
একসঙ্গে বা সংঘবদ্ধভাবে
অপরদিকে, ‘একযোগে’ শব্দের অর্থও হলো:
-
একত্রে
-
একসঙ্গে
-
যুগপৎ বা সম্মিলিতভাবে
সুতরাং, ‘সমভিব্যাহারে’ শব্দটির ব্যবহার মূলত ‘একযোগে’ অর্থে হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago