Which one is the final book in the Harry Potter series?
A
Harry Potter and the Philosopher’s Stone.
B
Harry Potter and the Goblet of Fire.
C
Harry Potter and the Deathly Hallows.
D
Harry Potter and the Half-Blood Prince.
উত্তরের বিবরণ
Harry Potter and the Deathly Hallows
-
J.K. Rowling-এর Harry Potter সিরিজের শেষ বই
-
সিরিজের মূল চরিত্র: Harry Potter, Hermione Granger, Ron Weasley
-
গল্প: হ্যারি ও তার বন্ধুদের ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই
-
মূল থিম: বন্ধুত্ব, সাহসিকতা, আত্মত্যাগ
J.K. Rowling
-
পূর্ণ নাম: Joanne Kathleen Rowling (জন্ম 31 July 1965, Yate, England)
-
British author, Harry Potter সিরিজের স্রষ্টা
-
উক্তি: “We are only strong as we are united, as weak as we are divided.”
Harry Potter সিরিজের বইসমূহ
-
Philosopher’s Stone
-
Chamber of Secrets
-
Prisoner of Azkaban
-
Goblet of Fire
-
Order of the Phoenix
-
Half-Blood Prince
-
Deathly Hallows

0
Updated: 1 month ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Cordelia
B
Katharina
C
Portia
D
Rosalind
he Taming of the Shrew – Central Character
১. Central Character
-
Katharina (Kate)
-
William Shakespeare-এর The Taming of the Shrew নাটকে Katharina হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
তাকে প্রায়শই “shrew” বলা হয়।
-
Katharina পরিচিত দৃঢ় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ ভাষা, এবং বিবাহের প্রতি প্রতিরোধের কারণে।
-
২. About the Play
-
Title: The Taming of the Shrew
-
Author: William Shakespeare
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date: Written between 1590–1594; first printed in First Folio (1623)
-
Plot Overview:
-
নাটকটি Katharina এবং Petruchio-এর মধ্যে volatile courtship-এর গল্প বলে।
-
Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে Katharina-এর রাগ নিয়ন্ত্রণ করবে এবং তাকে বশীভূত করবে।
-
নাটকটি বিবাহ, আধিপত্য, এবং সম্পর্কের জটিলতা নিয়ে হাস্যরসাত্মক প্রেক্ষাপট প্রদর্শন করে।
-
৩. Summary
-
Katharina একজন দৃঢ়চেতা নারী, সমাজের নারীদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অস্বীকার করে।
-
Petruchio বিয়ে করে Katharina-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে অসাধারণ এবং ধান্ধাবাজি পদ্ধতিতে।
-
নাটকটি একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্ক ও আধিপত্যের সংগ্রাম তুলে ধরে।
৪. Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio & Gremio
৫. Note on Other Characters
-
Cordelia → King Lear
-
Portia → The Merchant of Venice
-
Rosalind → As You Like It

0
Updated: 1 month ago
When you see such kindness, you cannot but ________ something to repay it.
Created: 2 weeks ago
A
done
B
doing
C
do
D
to do
Complete Sentence: When you see such kindness, you cannot but do something to repay it।
-
Cannot help / Cannot but
-
এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু না করে থাকা সম্ভব নয় বোঝাতে
-
Cannot help-এর পরে gerund (verb+ing) বসে
-
Cannot but-এর পরে verb-এর base form বসে
-
-
যেহেতু প্রদত্ত বাক্যে Cannot but ব্যবহার হয়েছে, তাই শূন্যস্থানে do বসানো হয়েছে
-
More Examples:
-
I cannot but laugh.
-
I cannot help going there.
-

0
Updated: 2 weeks ago
In which poem does the heroine character 'Belinda' appear?
Created: 1 month ago
A
Queen Mab
B
The Rape of the Lock
C
Volpone
D
The Solitary Reaper
Belinda হলো কবিতা The Rape of the Lock-এর প্রধান নারী চরিত্র। কবিতাটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে হাস্যরসের মাধ্যমে অভিজাত সমাজের অতিরিক্ত গৌরব ও আড়ম্বরকে ব্যঙ্গ করা হয়েছে।
-
The Rape of the Lock রচয়িতা Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়, যা দুটি canto নিয়ে গঠিত।
-
চূড়ান্ত সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয় এবং এতে পাঁচটি canto অন্তর্ভুক্ত করা হয়।
মূল উপজীব্য
-
কবিতার কাহিনী ঘিরে ছোট সামাজিক দ্বন্দ্ব। Baron নামের এক যুবক Belinda-এর চুলের একটি লক চুরি করেন, যা বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনাটি হাস্যরসপূর্ণভাবে মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে, যেন এটি হোমারের Iliad-এর মতো নায়কীয় যুদ্ধ।
-
শেষ পর্যন্ত চুলটি আকাশে উড়ে যায়, যা কবির ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
-
কবি Alexander Pope অভিজাত সমাজের গৌরববোধ, আড়ম্বর এবং ব্যর্থতা সূক্ষ্মভাবে ব্যঙ্গ করেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য।
Important Characters
-
Baron
-
Belinda
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope (1688–1744)
-
তিনি The Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি।
-
এই যুগকে প্রায়ই Age of Pope বলা হয়, কারণ Pope তার সাহিত্যিক দক্ষতার মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার করেছিলেন।
-
তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
His Notable Poems
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot

0
Updated: 1 month ago