"The paths of glory lead but to the grave." is quoted by -
A
John Milton
B
Thomas Gray
C
Alexander Pope
D
Sir Philip Sidney
উত্তরের বিবরণ
An Elegy Written in a Country Church Yard
-
রচনা: Thomas Gray, প্রকাশ: 1751
-
ধরন: Elegy, iambic pentameter quatrains
-
বিষয়: মানুষের অপব্যবহৃত সম্ভাবনা, গ্রামের জীবন, মৃত্যু
-
Famous line: "The paths of glory lead but to the grave."
Thomas Gray
-
Graveyard Poet, Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
Notable Poems
-
An Elegy Written in a Country Church Yard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy

0
Updated: 1 month ago
Who wrote "Biographia Literaria"?
Created: 2 months ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 2 months ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

2
Updated: 1 month ago
Which of the following words can replace 'Tardy'?
Created: 3 weeks ago
A
Off hand
B
Precocious
C
Dilatory
D
Weak
Correct answer: গ) Dilatory
Tardy (adjective)
-
English Meaning: moving slowly; sluggish; delayed beyond the expected or proper time; late
-
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
Given options:
-
ক) Off hand – পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; আচরণে ভাবলেশহীন; অমনোযোগী; সংক্ষিপ্ত ও কাটখোট্টা
-
খ) Precocious – স্বাভাবিক সময়ের পূর্বে কোনো চিত্তবৃত্তি বিকশিত; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি
-
গ) Dilatory – দীর্ঘসূত্রী; ধীরগতি বা দেরিতে কাজ করা
-
ঘ) Weak – দুর্বল; ভঙ্গুর
ব্যাখ্যা:
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, tardy শব্দটি সর্বোত্তমভাবে Dilatory দ্বারা প্রতিস্থাপন করা যায়।
উৎস:

0
Updated: 3 weeks ago