Who wrote the poem The Canonization?
A
John Donne
B
William Wordsworth
C
W.B. Yeats
D
Robert Browning
উত্তরের বিবরণ
The Canonization
-
রচনা: John Donne, লেখা: 1590, প্রকাশ: 1633 (Songs and Sonnets-এর প্রথম edition)
-
বিষয়: প্রেমকে ধর্মীয়ভাবে পবিত্র বা elevated bond হিসেবে উপস্থাপন
-
Famous lines:
-
"For God's sake hold your tongue, and let me love"
-
"As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs."
-
John Donne (1572–1631)
-
Renaissance poet, Father of Metaphysical poetry
-
পরিচয়: Poet of Love and Religious
-
প্রভাব: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত
Notable Poems
-
Good Morrow, The Canonization, The Flea, The Sun Rising, A Valediction: Forbidding Mourning

0
Updated: 1 month ago
Identify the correct sentence
Created: 3 weeks ago
A
The unfortunate accident had occurred on Monday last.
B
The unfortunate accident was occurred on Monday last.
C
The unfortunate accident occurred on Monday last.
D
The unfortunate accident has occurred on Monday last.
সঠিক উত্তর: গ) The unfortunate accident occurred on Monday last.
ব্যাখ্যা:
-
যেহেতু Monday last একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, তাই simple past tense ব্যবহার হবে → occurred।
-
বাক্যে last থাকার কারণে বোঝা যায় যে এটি past indefinite tense।
Past Indefinite Tense নির্দেশক শব্দসমূহ:
-
Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি।
-
এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তবে সেই বাক্যটি সাধারণত past indefinite tense এ হবে।
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The unfortunate accident had occurred on Monday last
-
এটি past perfect tense।
-
Past perfect সাধারণত দুইটি অতীত ঘটনার মধ্যে প্রথমটি বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: The train had left before we reached the station.
-
এখানে Monday last শুধুমাত্র একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, অন্য কোনো অতীত ঘটনার আগে নয়, তাই had occurred প্রয়োজন নেই।
-
তাই এটি ভুল।
-
-
খ) The unfortunate accident was occurred on Monday last
-
occur হলো intransitive verb, অর্থাৎ এটি passive voice এ ব্যবহার হয় না।
-
অতএব, was occurred ভুল।
-
-
ঘ) The unfortunate accident has occurred on Monday last
-
has occurred হলো present perfect tense।
-
Present perfect সাধারণত অতীতে শুরু হওয়া এবং বর্তমানে প্রভাবিত ঘটনা বোঝাতে ব্যবহার হয়।
-
কিন্তু Monday last সম্পূর্ণ অতীত → তাই present perfect ব্যবহার করা ভুল।
-

0
Updated: 3 weeks ago
What does "Call to account" mean?
Created: 1 month ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:

0
Updated: 1 month ago
Paronomasia in literature is -
Created: 1 month ago
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

0
Updated: 1 month ago