A
Desdemona
B
Cordelia
C
Ophelia
D
Rosalind
উত্তরের বিবরণ
King Lear
-
রচনা: William Shakespeare, 5-act tragedy (1605–06 লেখা, 1608 প্রকাশ)।
-
মূল কাহিনি: বৃদ্ধ রাজা King Lear তার তিন কন্যার মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন।
-
কন্যারা: Goneril, Regan, Cordelia।
-
Cordelia সত্যবাদী ও চাটুকারিতা এড়িয়ে চলে; King Lear তাকে বিতাড়িত করে।
-
ট্র্যাজেডি মূলত সত্যবাদিতা, অহং, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে।
Important Characters:
King Lear, Goneril, Regan, Cordelia, Edmund, Edgar।
Famous Quotations:
-
"How sharper than a serpent's tooth it is To have a thankless child!"
-
"Nothing will come of nothing: speak again."
-
"I am a man more sinned against than sinning."
-
"Speak what we feel, not what we ought to say."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon। মৃত্যু: 23 April 1616।
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon, founder of Globe Theatre (1599)।
-
সাহিত্যিক রচনা: 37 plays, 154 sonnets।

0
Updated: 20 hours ago
Who is known as the Graveyard Poet?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

0
Updated: 3 weeks ago
Which of the following is the correct definition of a Fable?
Created: 3 hours ago
A
A long narrative poem about heroic deeds
B
A short story with a moral lesson, often using animals
C
A play mixing both comedy and tragedy
D
A lyrical poem with fourteen lines
Fable হলো ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত গল্প শেষে একটি moral lesson লেখা থাকে। উদাহরণস্বরূপ, Aesop’s Fables (যেমন The Fox and the Grapes, The Hare and the Tortoise), ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং La Fontaine-এর ফরাসি ফেবল।
Fable সহজ ভাষায় লেখা হয় এবং শিশুদের শিক্ষার জন্য উপযুক্ত। প্রতিটি চরিত্র প্রতীকী অর্থ বহন করে— যেমন শেয়াল চালাকি বোঝায়, কচ্ছপ ধৈর্য ও অধ্যবসায় বোঝায়। Fable শুধু বিনোদনই দেয় না, বরং মানুষের জীবনে শিক্ষণীয় মূল্যবোধ শেখায়।

0
Updated: 3 hours ago
Why does Alonso feel deep sorrow during the play?
Created: 3 weeks ago
A
He thinks Ferdinand is dead
B
He loses his kingdom
C
He is betrayed by Antonio
D
He fears Prospero’s magic
ঝড়ের পর Alonso বিশ্বাস করে যে তার ছেলে Ferdinand ডুবে মারা গেছে। এই দুঃখ তাকে অনুতপ্ত ও দুর্বল করে তোলে। পরে সে যখন Ferdinand-কে জীবিত দেখে, তখন তার আনন্দ ও কৃতজ্ঞতা Prospero-র ক্ষমার সঙ্গে মিলিত হয়ে নাটকের পুনর্মিলন সম্পূর্ণ করে।

1
Updated: 3 weeks ago