The Pilgrim's Progress is written by -
A
Samuel Butler
B
William Congreve
C
John Bunyan
D
Alexander Pope
উত্তরের বিবরণ
The Pilgrim's Progress
-
রচনা: John Bunyan, 1678
-
ধরন: Religious allegory prose
-
সময়কাল: Neoclassical Period
-
বিষয়: জীবনের ধ্বংস ও নৈতিক যাত্রার প্রতীকী কাহিনি, Puritan religious outlook প্রকাশ
-
জনপ্রিয়তা: বাইবেলের পর জনপ্রিয়তম Christian allegory
John Bunyan
-
জন্ম: 1628
-
Restoration period-এর English minister, preacher, author
Notable Works
-
The Pilgrim’s Progress, Grace Abounding, The Holy War, The Life and Death of Mr. Badman

0
Updated: 1 month ago
"Ralph Roister Doister" is best known as –
Created: 2 months ago
A
The first English tragedy
B
The first English comedy
C
A religious miracle play
D
A Shakespearean romance
Ralph Roister Doister
-
রচয়িতা: Nicholas Udall
-
ধরণ: Comedy (প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি কমেডি)
-
কাহিনি: ধনী বিধবা Christian Custance-কে কেন্দ্র করে, যিনি Gawyn Goodluck নামক এক ব্যবসায়ীর সাথে বাগদত্তা। আত্মম্ভরী Ralph Roister Doister, এক ধূর্ত ব্যক্তির প্ররোচনায় Christian Custance-কে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
Nicholas Udall
-
পরিচয়: English playwright, translator, schoolmaster
-
খ্যাতি: Ralph Roister Doister — ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কমেডি
Notable work:
-
Ralph Roister Doister

0
Updated: 2 months ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 1 month ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 1 month ago
The author of the quote "Good fences make good neighbors" is-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
-
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।
Summary
-
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়।
-
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়।
-
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত।
-
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন।
-
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি।
-
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত।
কিছু উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 1 month ago