'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
উত্তরের বিবরণ
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।

0
Updated: 3 months ago
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Created: 2 weeks ago
A
আল মাহমুদ
B
আব্দুল মান্নান সৈয়দ
C
অমিয় চক্রবর্তী
D
শামসুর রাহমান
আসাদের শার্ট
-
কবি শামসুর রাহমান শহীদ আসাদকে স্মরণ করে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি রচনা করেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’।
-
এই কবিতার প্রেক্ষাপট ছিল পুলিশের গুলিতে নিহত আসাদের শার্টটি উঁচুতে তুলে দিয়ে প্রতিবাদী মিছিল করার দৃশ্য, যা কবির উপর গভীর প্রভাব ফেলে।
-
কবিতার এক বিখ্যাত অংশে তিনি লিখেছেন:
"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯ সালের ২৩ অক্টোবর, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
তিনি ২০ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হিসেবে খ্যাত।
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০) যা কবিতায় তার সুনাম প্রতিষ্ঠা করে।
-
জনপ্রিয় কবিতা: ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।
-
মুক্তিযুদ্ধের সময় লেখা কবিতাগুচ্ছ ‘বন্দী শিবির থেকে’ কলকাতা থেকে প্রকাশিত হয় এবং এটি মুক্তিযুদ্ধকালীন সাহিত্যের গুরুত্বপূর্ণ দলিল।
শামসুর রাহমান রচিত উপন্যাসের কিছু উদাহরণ
-
অদ্ভুত আঁধার এক
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
নিরালোকে দিব্যরথ
-
নিজ বাসভূমে
-
বন্দী শিবির থেকে
-
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
-
আমি অনাহারী
-
প্রতিদিন ঘরহীন ঘরে
-
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
-
বুক তার বাংলাদেশের হৃদয়
-
হরিণের হাড়
-
তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Created: 1 month ago
A
বলাকা
B
সোনারতরী
C
চিত্রা
D
পুনশ্চ
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।
• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।
----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।
উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Created: 4 months ago
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago