Who says "Et tu, Brute?" in Shakespeare’s play?
A
Julius Caesar
B
Macbeth
C
Othello
D
Cassius
উত্তরের বিবরণ
Julius Caesar
-
রচনা: William Shakespeare, Historical Play & Tragedy
-
লেখা: 1599–1600, প্রকাশ: 1623 (First Folio)
-
মূল বিষয়: রাজনৈতিক ষড়যন্ত্র ও Caesar-এর হত্যা
-
ঘটনা: Brutus সহ ষড়যন্ত্রকারীরা Caesarকে March-এর Ides-এ হত্যা করে
-
Famous line: "Et tu, Brute?" (“তুমিও, Brutus?”)
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon
-
মোট রচনা: 37 plays, 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Other Famous Quotes
-
"Cowards die many times before their death."
-
"The greatest enemy will hide in the last place you would ever look."

0
Updated: 1 month ago
Select the sentence in which 'after' is a conjunction:
Created: 3 weeks ago
A
The storm came soon after.
B
The boy takes after his father.
C
The police went away after we had left.
D
After ages the nation is likely to sing his glory.
The correct answer: গ) The police went away after we had left.
ব্যাখ্যা:
-
Conjunction হলো সেই শব্দ যা দুটি clause বা বাক্যাংশকে যুক্ত করে।
-
এখানে after একটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এটি দুটি clause যুক্ত করেছে:
-
Main clause: "The police went away"
-
Subordinate clause: "we had left"
-
after [conjunction]
-
English meaning: at a time later than something; when something has finished
-
Bangla meaning: পর; পরে
অন্যান্য ব্যবহার:
-
ক) The storm came soon after.
এখানে after হলো adverb, কারণ এর পরে কোনো noun বা clause নেই। -
খ) The boy takes after his father.
এখানে after হলো preposition, অর্থাৎ "like" বা "resemble" বোঝাচ্ছে। -
ঘ) After ages the nation is likely to sing his glory.
এখানে after হলো preposition, কারণ "ages" হলো noun।

0
Updated: 3 weeks ago
Das Kapital was written by -
Created: 1 month ago
A
Karl Marx
B
Gustave Flaubert
C
Herman Melville
D
Rudyard Kipling
Das Kapital হলো উনবিংশ শতকের প্রখ্যাত অর্থনীতিবিদ ও দার্শনিক Karl Marx-এর অন্যতম প্রধান গ্রন্থ, যা Victorian Period-এর একটি গুরুত্বপূর্ণ রচনা। গ্রন্থটিতে পুঁজিবাদী ব্যবস্থার গঠন, কার্যপ্রণালি, গতিশীলতা এবং আত্মধ্বংসের প্রবণতা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। Marx নিজে বলেন, তিনি আধুনিক সমাজের "অর্থনৈতিক গতির আইন" উন্মোচন করতে চেয়েছিলেন।
-
প্রকাশের বিবরণ:
-
প্রথম খণ্ড: ১৮৬৭
-
দ্বিতীয় খণ্ড: ১৮৮৫, সম্পাদক ফ্রিডরিখ এঙ্গেলস
-
তৃতীয় খণ্ড: ১৮৯৪, সম্পাদক ফ্রিডরিখ এঙ্গেলস
-
-
গ্রন্থটি রাজনৈতিক অর্থনীতির সমালোচনামূলক বিশ্লেষণ।
-
Das Kapital বিশ্ব অর্থনীতি, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং বিপ্লবী আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছে এবং আজও পুঁজিবাদী অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমালোচনা হিসেবে গণ্য।
Karl Marx (1818–1883):
-
পুরো নাম: Karl Heinrich Marx
-
একজন প্রখ্যাত জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, সাংবাদিক এবং বিপ্লবী
-
সমাজতন্ত্র এবং কমিউনিজমের তত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন
-
বিখ্যাত উপাধি: "The Father of Communism"
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Das Kapital (১৮৬৭) – পুঁজিবাদী ব্যবস্থার বিশ্লেষণ
-
The Communist Manifesto (১৮৪৮) – Marx ও Friedrich Engels-এর যৌথ রচনা, কমিউনিজমের মূল ধারণা উপস্থাপন
-
The German Ideology (১৮৩৫–৩৬) – সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারার সমালোচনা
উৎস:

0
Updated: 1 month ago
"To keep someone at arm's length" implies-
Created: 1 month ago
A
To keep someone close
B
To maintain distance
C
Maintain a healthy relationship
D
To protect someone from danger

0
Updated: 1 month ago