Who wrote Arcadia?
A
Christopher Marlowe
B
Sir Philip Sidney
C
Ben Jonson
D
Nicholas Udall
উত্তরের বিবরণ
Arcadia
-
রচনা: Sir Philip Sidney
-
ধরন: Heroic prose romance / Pastoral romance
-
Dedication: Mary Herbert (writer-এর বোন)
-
গল্প: Duke Basilius ভবিষ্যদ্বাণী এড়িয়ে গ্রামে আশ্রয় নেন; দুই কন্যা Pamela ও Philoclea যুবরাজদের আকৃষ্ট করে; প্রেম, ষড়যন্ত্র ও রাজনৈতিক কূটকৌশল দ্বারা জটিল প্লট।
Sir Philip Sidney
-
Elizabethan courtier, statesman, soldier, poet
-
বিখ্যাত sonnet cycle: Astrophel and Stella
Famous Works
-
Arcadia
-
Astrophel and Stella
-
The Defence of Poesy / An Apology for Poetry

0
Updated: 1 month ago
What does the term "Hamartia" refer to in literature?
Created: 1 month ago
A
A tragic flaw or error in judgment
B
A poetic device for exaggeration
C
The purgation or purification of emotion
D
An implicit comparison between two different things
Hamartia
-
অর্থ: Protagonist-এর চরিত্রের ত্রুটি বা ভুল
-
সংজ্ঞা: Tragedy-তে প্রধান চরিত্রের এমন flaw যা তার সফলতা থেকে পতনের কারণ হয়
-
অন্য নাম: Tragic flaw
-
উদাহরণ:
-
Dr. Faustus – ঈশ্বরসদৃশ শক্তির প্রতি তৃষ্ণা (Doctor Faustus)
-
King Lear – বিচার-বিবেচনার ভুল (King Lear)
-

0
Updated: 1 month ago
In which war is A Farewell to Arms set?
Created: 1 month ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-

0
Updated: 1 month ago
'Gulliver's Travels' is a famous satire from -
Created: 1 month ago
A
18th century
B
19th century
C
20th century
D
21st century
✦ Gulliver's Travels (উপন্যাস)
-
লেখক: Jonathan Swift
-
প্রকাশকাল: ১৭২৬
-
ধরণ: 18th century-এর বিখ্যাত satire
-
লিখিতকালের ঐতিহাসিক প্রেক্ষাপট: Augustan Age
-
সংখ্যা খন্ড: ৪
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
কাহিনি সংক্ষেপ
-
নায়ক: Lemuel Gulliver
-
সমুদ্র ভ্রমণে বের হওয়ার সময় ঝড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং এমন এক দেশে পৌঁছে যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুট রাজ্যে:
-
Gulliver তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা কাজে সাহায্য করে।
-
পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এক পর্যায়ে সে রোষের শিকার হয়; তার চোখ তুলে ফেলার শাস্তি হয়।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়িয়ে বেঁচে ফিরে আসে।
-
✦ Jonathan Swift (১৬৬৭–১৭৪৫)
-
পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
বিশেষত্ব: Augustan Age-এর প্রখ্যাত prose satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-

0
Updated: 1 month ago