A narrative poem that tells a story through dialogue and action can be termed as -
A
Doggerel
B
Mock-epic
C
Ode
D
Ballad
উত্তরের বিবরণ
Ballad
-
Narrative poem telling a story through dialogue and action।
-
লোকমুখে রটেছে এমন গান বা কবিতা, সাধারণত কাহিনিসংবলিত।
-
প্রধান ধরণ: Folk/Popular Ballad এবং Literary Ballad।
-
Features:
-
Impersonal third-person narrator
-
Dialogue ও action দ্বারা গল্প বলা হয়
-
Ballad stanzas ব্যবহার
-
Refrain সাধারণ
-
বিষয়: rural life, love, legends, supernatural, tragic events
-
Mock-Epic
-
Epic-এর সব বৈশিষ্ট্য ব্যবহার করে তুচ্ছ বিষয়কে হালকাভাবে উপস্থাপন করা narrative poem।
-
উদাহরণ: Pope – The Rape of the Lock
Doggerel
-
তুচ্ছ বিষয়ভিত্তিক, rough এবং monotonous rhyme-এর ছোট কবিতা।
Ode
-
Exalted lyric poem, someone-এর উদ্দেশ্যে address দিয়ে শুরু।
-
Ceremonious poem, ব্যক্তিগত অনুভূতি ও সাধারণ ভাবনাকে একত্রিত করে।
-
মধ্যবর্তী অংশে intense distress, শেষে consolation বা moral।
-
Style: lofty, tone: grave, বিষয়: গুরুগম্ভির।

0
Updated: 1 month ago
Choose the correct indirect form of:
I said to him, "Will you lend me your books?"
Created: 1 month ago
A
I enquired of him whether he lend me his books.
B
I asked him whether he will lend me his books.
C
I enquired of him whether he would lend me his books.
D
I asked him whether he would lend me my books.
Direct to Indirect Speech (Interrogative Sentence)
• Example:
-
Direct: I said to him, "Will you lend me your books?"
-
Indirect: I enquired of him whether he would lend me his books.
• নিয়মাবলী:
-
Reporting verb: Interrogative sentence-এ direct speech-কে indirect speech-এ রূপান্তর করতে, প্রথমে reporting verb বসাতে হবে।
-
"said" এর পরিবর্তে প্রশ্নসূচক অর্থে asked/enquired of ব্যবহার হবে।
-
-
Auxiliary verb দিয়ে শুরু হলে: Direct speech থেকে inverted comma তুলে দিয়ে if/whether linker হিসেবে বসাতে হবে।
-
Reported speech-এর subject: Direct speech-এর subject বসবে। যদি subject second person হয়, তবে reporting verb-এর object অনুযায়ী পরিবর্তন হবে।
-
Tense পরিবর্তন: Reporting verb যদি past tense-এ থাকে এবং মূল verb-এর পূর্বে shall/will থাকে, তাহলে indirect speech-এ তা should/would-এ পরিবর্তিত হবে।
-
Sentence type পরিবর্তন: Interrogative sentence-টি indirect speech-এ সবসময় assertive sentence-এ পরিণত হবে।
• Structure:
Subject + ask/asked + object (যদি থাকে) + linker word + reported speech-এর subject + verb + বাকি অংশ
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Who wrote "The Rime of the Ancient Mariner"?
Created: 1 month ago
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 1 month ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 2 months ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 2 months ago