A
The Earth
B
The Stars
C
The Oceans
D
The Weather
No subjects available.
উত্তরের বিবরণ
Explanation:
-
A geologist studies the Earth, its structure, composition, and processes.
-
The primary object of a geologist’s study is the Earth.
Example Sentences:
-
The geologist found fossils while digging in the soil.
-
Geologists use special tools to examine the Earth's layers.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 20 hours ago
Which of the following is not a poetic tradition?
Created: 1 week ago
A
The Epic
B
The Comic
C
The Occult
D
The Tragic
প্রশ্নে চারটি অপশন দেওয়া আছে—
ক) The Epic → মহাকাব্য
খ) The Comic → হাস্যরসাত্মক
গ) The Occult → অতিপ্রাকৃত, গুপ্ত, ঐন্দ্রজালিক বিষয়
ঘ) The Tragic → করুণ বা বিয়োগান্তক রীতি
এগুলোর মধ্যে The Epic, The Comic, এবং The Tragic সাহিত্য ও কাব্যের নির্দিষ্ট ধারা বা poetic tradition-এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে, The Occult বলতে বোঝানো হয় অতিপ্রাকৃত শক্তি বা গুপ্ত বিদ্যার ধারণা ও চর্চা, যা জাদুবিদ্যা বা ভবিষ্যদ্বাণীমূলক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। ইতিহাস জুড়ে প্রায় সব সমাজেই এরকম বিশ্বাস ও চর্চা দেখা গেছে, তবে এটি কখনোই কবিতা বা কাব্যরীতি হিসেবে গণ্য হয়নি।
সুতরাং, সঠিক উত্তর হলো— The Occult কোনো poetic tradition নয়।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 1 month ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 1 month ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 1 month ago