The correct antonym of “Bombastic” is -
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
উত্তরের বিবরণ
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary

0
Updated: 1 month ago
Exercise regularly in order to stay fit. (compound)
Created: 1 month ago
A
Exercise regularly and you will stay fit.
B
Exercise regularly or stay fit.
C
Exercise regularly but stay fit.
D
Regular exercise and should stay fit.
সঠিক উত্তর হলো – ক) Exercise regularly and you will stay fit.
Simple → Compound রূপান্তরের নিয়ম:
-
Simple sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win) কোনো উদ্দেশ্য প্রকাশ করে, অথবা in order to ব্যবহৃত হয়, তাহলে Compound sentence-এ রূপান্তরের সময়:
-
to + verb থাকলে "to" বাদ দিতে হবে এবং বাক্যের প্রথম অংশকে Imperative Sentence হিসেবে রূপান্তর করতে হবে।
-
এরপর and (you will) বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশ যুক্ত করতে হবে।
-
in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় and (you will) বসাতে হবে।
-
Examples:
-
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed. -
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money. -
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options ব্যাখ্যা:
-
খ) Exercise regularly or stay fit. → "or" ব্যবহারে অর্থ দাঁড়ায়: নিয়মিত ব্যায়াম করো নয়তো ফিট থাকো; মূল বাক্যের অর্থের সাথে মেলে না।
-
গ) Exercise regularly but stay fit. → "but" ব্যবহার অনর্থক; এখানে কোনো বিপরীত ভাব নেই।
-
ঘ) Regular exercise and should stay fit. → ব্যাকরণগতভাবে ভুল; “and should stay fit” অংশের আগে subject নেই।

0
Updated: 1 month ago
Which of these plays is based on Roman history?
Created: 2 months ago
A
King Lear
B
Henry IV
C
Julius Caesar
D
Macbeth
Julius Caesar হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি এবং Historical Play, যা প্রাচীন রোমান ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে আবর্তিত।
Julius Caesar (নাটক)
-
লেখা হয়েছে: 1599–1600
-
প্রকাশিত: 1623 সালে Shakespeare-এর First Folio-তে
-
কেন্দ্রীয় ঘটনা: Julius Caesar-এর ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি ঠেকাতে Brutus ও অন্যান্য ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
-
মূল চরিত্র: Julius Caesar, Brutus, Mark Antony, Cassius
-
নাটকের থিম: ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, নৈতিক দ্বন্দ্ব
মূল ঘটনার সারসংক্ষেপ:
-
Caesar রোমের একজন শক্তিশালী রাজনীতিবিদ ও সেনা নেতা।
-
Brutus, Caesar-এর ঘনিষ্ঠ বন্ধু, ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার অংশ নেন।
-
March-এর Ides-এ Caesar হত্যা করা হয়।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে বিতাড়িত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়।
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
পেশা: English poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, English national poet
-
মোট লেখা: 37 plays, 154 sonnets
উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 2 months ago
'The Sun Also Rises' is written by?
Created: 1 month ago
A
H.G. Wells
B
George Orwell
C
Thomas Hardy
D
Ernest Hemingway
• 'The Sun Also Rises' is written by Ernest Hemingway.
• The Sun Also Rises:
- Ernest Hemingway-এর The Sun Also Rises (১৯২৬) উপন্যাসটি কিছু হতাশাগ্রস্ত প্রবাসীর জীবন নিয়ে যারা Paris-এ বাস করে এবং পরে Spain ভ্রমণ করে।
- মূল চরিত্র Jake Barnes, যিনি একজন আমেরিকান সাংবাদিক, এবং তার ভালোবাসা Lady Brett Ashley-কে ঘিরে কাহিনি আবর্তিত।
- যুদ্ধকালীন আঘাতের কারণে Jake শারীরিকভাবে অক্ষম, তাই তাদের প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
- তারা Pamplona শহরে ষাঁড়ের লড়াই উৎসবে যায়, যেখানে দাম্পত্য টানাপোড়েন ও আবেগগত সংঘাত দেখা দেয়।
- এই উপন্যাসে Lost Generation-এর যুদ্ধপরবর্তী শূন্যতা, হতাশা ও জীবনের অর্থ খোঁজার চিত্র ফুটে উঠেছে।
• Ernest Hemingway:
- Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সাংবাদিক।
- তিনি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী গদ্যশৈলী এবং সাহস, যুদ্ধ, ক্ষতি ও পুরুষত্ব বিষয়ে লেখার জন্য বিখ্যাত।
- World War I-এ অংশগ্রহণ তার লেখায় গভীর প্রভাব ফেলে।
- তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে The Old Man and the Sea, A Farewell to Arms, এবং The Sun Also Rises.
- তিনি ১৯৫৪ সালে Nobel Prize in Literature অর্জন করেন এবং ২০শ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচিত হন।
• Famous Works :
- The Old Man and the Sea.
- A Farewell to Arms.
- The Sun Also Rises.
- For Whom the Bell Tolls.
- In Our Time.
- Men Without Women.

0
Updated: 1 month ago