Only a teacher can guide the students. (negative)
A
No one except but a teacher can guide the students.
B
None but a teacher can guide the students.
C
Only a teacher cannot guide the students.
D
Anyone but a teacher can guide the students.
উত্তরের বিবরণ
Explanation:
-
When changing an affirmative sentence with only before the subject into a negative sentence, “none but” is used.
-
The rest of the sentence remains unchanged.
Example:
-
Affirmative: Only a teacher can guide the students.
-
Negative: None but a teacher can guide the students.
More Examples:
-
Only God can help us. → None but God can help us.
-
Only he can do it. → None but he can do it.
-
Only a poet can write a poem. → None but a poet can write a poem.
Other Options Explained:
-
ক) No one except but a teacher… → Incorrect use of “except” and “but” together.
-
গ) Only a teacher cannot guide… → Completely changes the meaning.
-
ঘ) Anyone but a teacher… → Opposite meaning; implies anyone except the teacher can guide.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Diction refers to -
Created: 1 month ago
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:

0
Updated: 1 month ago
The news that Rajib got married took everyone by surprise. Here, the underlined part is-
Created: 2 weeks ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Independent clause
এই উদাহরণটি থেকে বোঝা যায় যে, noun clause হলো এমন একটি subordinate clause যা sentence-এ noun-এর মতো কাজ করে, যেমন subject, object, complement বা apposition হিসেবে। সাধারণত একক শব্দ দিয়ে বোঝানো সম্ভব না হলে noun clause ব্যবহার করা হয়।
-
উদাহরণ: "The news that Rajib got married took everyone by surprise." এখানে that Rajib got married হলো noun clause, যা news নামক noun-এর apposition হিসেবে কাজ করছে এবং news কী তা ব্যাখ্যা করছে।
-
Noun clause সাধারণত that দিয়ে শুরু হয় এবং একটি single noun-এর মতো কাজ করে।
-
Apposition বলতে বোঝায় এমন তথ্য যা কোনো noun বা pronoun-এর অতিরিক্ত ব্যাখ্যা দেয়, কিন্তু সেটিকে modify করে না। তাই adjective clause নয়।
-
যখন কোনো noun-এর দোষ, গুণ, সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়, তখন তা adjective clause হয়।
-
Noun clause-এর ক্ষেত্রে অর্থের দিক থেকে "এটাই সেটা" ধরনের তথ্য পাওয়া যায়, যেমন উদাহরণে that Rajib got married হলো সেই news।
Noun clause-এর ব্যবহার বিভিন্ন স্থানে:
-
Subject হিসেবে: Verb-এর subject হিসাবে ব্যবহার করা যায়।
-
Object হিসেবে: Transitive verb-এর object হিসাবে ব্যবহার করা যায়।
-
Complement হিসেবে: Verb-এর complement হিসাবে আসতে পারে।
-
Preposition-এর object হিসেবে: Preposition-এর পরে object হিসাবে আসতে পারে।
-
Noun/pronoun-এর apposition হিসেবে: Noun বা pronoun-এর অতিরিক্ত তথ্য হিসাবে কাজ করে।
উল্লেখ্য: Noun clause সেই clause যা sentence-এ noun-এর মতো ব্যবহার হয় এবং single word দ্বারা বোঝানো সম্ভব না হলে প্রয়োজন হয়।

0
Updated: 2 weeks ago
Who is the author of "Animal Farm"?
Created: 3 weeks ago
A
J. K. Rowling
B
George Orwell
C
Charles Dickens
D
William Shakespeare
The author of "Animal Farm" is George Orwell. এই উপন্যাসটি Allegorical form-এ লেখা। Allegory হলো এমন একটি সাহিত্যিক রূপ যেখানে একটি গল্পের আড়ালে অন্য গল্পের মাধ্যমে অর্থ প্রকাশ করা হয়। অ্যানিমেল ফার্ম উপন্যাসে সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি গভীরভাবে অন্বেষণ করা হয়েছে।
-
উপন্যাসের চরিত্র সমূহ:
-
মানুষ: Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper
-
পশু: Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel
-
-
George Orwell
-
Modern Period-এর একজন সুপরিচিত লেখক
-
English novelist, essayist, এবং critic
-
প্রকৃত নাম: Eric Arthur Blair
-
বিশেষভাবে পরিচিত Animal Farm এবং Nineteen Eighty-four উপন্যাসের জন্য
-
-
Notable Works:
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four
-

0
Updated: 3 weeks ago