A
P.B. Shelley
B
Martin Luther King Jr.
C
George Washington
D
Abraham Lincoln
No subjects available.
উত্তরের বিবরণ
“O Captain! My Captain!”
-
রচনা: Walt Whitman।
-
উদ্দেশ্য: আমেরিকান প্রেসিডেন্ট Abraham Lincoln-এর মৃত্যুতে লেখা elegy।
-
কাঠামো: তিন স্তবকের কবিতা।
-
প্রকাশ: ১৮৬৫ সালে।
Walt Whitman (1819–1892)
-
American poet, journalist, essayist।
-
বিখ্যাত রচনা: Leaves of Grass (1855, landmark in American literature)।
Famous Works
-
Leaves of Grass
-
O Captain! My Captain!
-
Drum-Taps
-
Songs of Myself
-
A Passage To India

0
Updated: 20 hours ago
"To err is human, to forgive, divine" this quote is from -
Created: 20 hours ago
A
The Dunciad
B
An Essay on Man
C
The Rape of the Lock
D
An Essay on Criticism
The quote “To err is human, to forgive, divine” is from An Essay on Criticism by Alexander Pope
Explanation:
-
An Essay on Criticism is a didactic poem written in heroic couplets.
-
Pope was inspired by Horace’s Ars Poetica, and the poem provides guidance on literary criticism and moral conduct.
About Alexander Pope:
-
A leading poet of the English Augustan Age, renowned for epigrammatic wit.
-
Known as a Mock-Heroic poet, his works combine intricate ideas with polished language.
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes by Pope:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
Source: Britannica

0
Updated: 20 hours ago
Who reveals the truth about Iago's plot in the final scene?
Created: 14 hours ago
A
Cassio
B
Emilia
C
Roderigo's letter
D
Iago confesses
• চূড়ান্ত উদ্ঘাটনে প্রতিটি চরিত্রের ভূমিকা:
b) এমিলিয়া: এমিলিয়া হল সেই প্রধান এবং সরাসরি চরিত্র যিনি ইয়াগোর ষড়যন্ত্র উদ্ঘাটন করেন। ওথেলো দেশডিমোনাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার পর এমিলিয়া শোবার ঘরে প্রবেশ করেন। ওথেলো স্বীকার করেন যে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন, যুক্তি দিয়ে বলেন যে তিনি অবিশ্বস্ত ছিলেন এবং “thy husband knew it all।” এখানে তার স্বামী ইয়াগোর উল্লেখ, এমিলিয়াকে সচেতন করে।
তার আনুগত্য স্বামী থেকে মৃত প্রিয়ত্রী দেশডিমোনার দিকে চলে আসে। তিনি ইয়াগোর সামনে প্রকাশ্যে বলেন যে রুমালটি তিনি খুঁজে পেয়েছিলেন এবং ইয়াগোকে দিয়েছিলেন, যা দেশডিমোনার অবিশ্বাসের মূল “প্রমাণ”কে উল্টে দেয়। ইয়াগোর হুমকি ও চুপ করানোর প্রচেষ্টা থাকা সত্ত্বেও, তিনি সাহসিকতার সঙ্গে ইয়াগোর দুষ্টামি সকলের সামনে ঘোষণা করেন। তার প্রতিরোধের জন্য ইয়াগো তাকে প্রাণঘাতীভাবে আঘাত করে, তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি দেশডিমোনার নির্দোষতা ও ইয়াগোর কূটচাল প্রমাণ করেন।
a) ক্যাসিও: ক্যাসিও বিস্তারিত নিশ্চিত করতে সহায়তা করে, কিন্তু উদ্ঘাটনের প্রাথমিক উদ্যোগ নেয় না। ইয়াগোর ষড়যন্ত্র এমিলিয়ার মাধ্যমে প্রকাশিত হওয়ার পর, আহত ক্যাসিও ঘরে আনা হয়। তিনি গল্পের অংশসমূহ নিশ্চিত করেন, যেমন কীভাবে তিনি তার কক্ষে রুমালটি পেয়েছিলেন, যা ইয়াগো স্বীকার করেছে। তার সাক্ষ্য ইয়াগোর বিরুদ্ধে প্রমাণকে শক্তিশালী করে, তবে এটি এমিলিয়ার অভিযোগের পরে আসে।
c) রোডেরিগোর চিঠি: নিহত রোডেরিগোর পকেটে পাওয়া চিঠিগুলো ইয়াগোর কূটচাল সম্পর্কিত লিখিত প্রমাণ হিসেবে কাজ করে। লোডোভিকো এই চিঠিগুলো উপস্থাপন করেন, যা ইয়াগোর ক্যাসিও হত্যার ষড়যন্ত্র এবং দুষ্ট পরিকল্পনার বর্ণনা দেয়। এই চিঠিগুলো অপরিহার্য, কারণ তারা এমিলিয়া ও ক্যাসিওর বক্তব্যকে প্রমাণ সহায়তা প্রদান করে। তবে এগুলো পাওয়া ও পড়া হয় এমিলিয়ার মৌখিক অভিযোগের পরে।
d) ইয়াগোর স্বীকারোক্তি: ইয়াগো স্বেচ্ছায় স্বীকার করেন না। বরং, এমিলিয়ার মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি তাকে হত্যা করতে চেষ্টার মধ্য দিয়ে প্রতিবাদ করেন। অবশেষে ওথেলো যখন তাকে “ensnared my soul and body” কেন প্রশ্ন করেন, তখন ইয়াগো বিখ্যাতভাবে উত্তর দেন, “Demand me nothing. What you know, you know. / From this time forth I never will speak word।” তিনি অপ্রতিসারী এবং অনুতপ্ত থেকে নিজ উদ্দেশ্য ব্যাখ্যা করতে অস্বীকার করেন।
ক্যাসিও ও রোডেরিগোর চিঠি গুরুত্বপূর্ণ সমর্থক প্রমাণ সরবরাহ করলেও, এককভাবে উদ্ঘাটনের প্রাথমিক উদ্যোগ নেয় এমিলিয়া। তিনি প্রথমে সবকিছু একত্র করেন এবং প্রকাশ্যে তার স্বামীকে অভিযুক্ত করেন, তার নিজের জীবনকে বিসর্জন দিয়ে সত্য উদ্ঘাটন ও দেশডিমোনার নামময়তা রক্ষা করেন।

0
Updated: 14 hours ago
'The Rainbow' is -
Created: 3 weeks ago
A
a short story by Somerset Maugham
B
a novel by D. H. Lawrence
C
a poem by W.B. Yeats
D
a play by Christopher Marlowe
The Rainbow (Novel)
-
রচয়িতা: D. H. Lawrence
-
প্রকাশ: 1915
-
যৌন উপাদান থাকার কারণে প্রকাশের পরপরই অশ্লীল ঘোষিত হয়ে নিষিদ্ধ হয়
-
থিম: আধুনিক সভ্যতা বনাম ঐতিহ্যের দ্বন্দ্ব, এর মানব মননে নেতিবাচক প্রভাব
-
বিবাহ প্রথার সমালোচনা
-
কাহিনী কেন্দ্র: Brangwen পরিবারের তিন প্রজন্ম
D. H. Lawrence
-
পরিচয়: ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
-
My Heart Leaps Up (Poem)
-
রচয়িতা: William Wordsworth
-
বিকল্প নাম: The Rainbow
-
প্রকাশ: 1802
-
ধরণ: সংক্ষিপ্ত লিরিক কবিতা

0
Updated: 3 weeks ago