What does a geologist study?
A
The Earth
B
The Stars
C
The Oceans
D
The Weather
উত্তরের বিবরণ
Explanation:
-
A geologist studies the Earth, its structure, composition, and processes.
-
The primary object of a geologist’s study is the Earth.
Example Sentences:
-
The geologist found fossils while digging in the soil.
-
Geologists use special tools to examine the Earth's layers.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
Who wrote the novel 'Oliver Twist'?
Created: 4 weeks ago
A
Charles Dickens
B
G.B. Shaw
C
Ernest Hemingway
D
William Shakespeare
Oliver Twist
-
লেখক: Charles Dickens
-
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৮৩৭ থেকে ১৮৩৯ পর্যন্ত।
-
কাহিনীটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনকে কেন্দ্র করে।
-
লেখক তৎকালীন লন্ডন শহরের দুরবস্থা এবং দারিদ্র্যের ফলে মানুষের অপরাধমূলক পথ বেছে নেওয়ার প্রভাব সফলভাবে তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870):
-
ইংরেজি ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজবংশীয় সকল শ্রেণির পাঠকের কাছে আকর্ষণীয়।
-
প্রযুক্তিগত উন্নতি এবং চিত্রায়ন দক্ষতার কারণে তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
প্রধান কাজসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
অ-উপন্যাসধর্মী কাজ:
-
American Notes
উৎস:

0
Updated: 4 weeks ago
What is the function of a topic sentence?
Created: 1 month ago
A
To introduce the topic
B
To analyse the topic
C
To present the main idea
D
To expand the idea
Paragraph হলো একটি ক্ষুদ্র রচনা যা একক idea বা theme প্রকাশ করে এবং সাধারণত এর মধ্যে তিনটি প্রধান অংশ থাকে।
-
Paragraph শুধুমাত্র একটি ধারণা বা থিম নিয়ে লেখা হয়।
-
Topic Sentence: এটি Paragraph-এর প্রধান বাক্য যা মূল ধারণা বা থিম প্রকাশ করে। সাধারণত Paragraph-এর শুরুতে লেখা হয় এবং এতে একটি Controlling Idea থাকে যা Paragraph-এর বাকি অংশকে নিয়ন্ত্রণ করে।
-
Body: Topic Sentence-এর পরে শুরু হয়ে শেষ বাক্যের আগে পর্যন্ত Paragraph-এর মূল অংশকে বোঝায়। এতে এমন বাক্যগুলো থাকে যা মূল ধারণা বা থিমকে ব্যাখ্যা করে এবং প্রধান ধারনাকে আরও স্পষ্ট করে তোলে।
-
Terminator: Paragraph-এর সমাপ্তি বা উপসংহার। এটি একটি সার্থক সমাপ্তি সূচক বাক্য যা Paragraph-এর শেষের অংশকে চিহ্নিত করে।

0
Updated: 1 month ago
What historical event forms the backdrop of "A Tale of Two Cities"?
Created: 1 month ago
A
The American Revolution
B
The Glorious Revolution
C
The French Revolution
D
The English Civil War
A Tale of Two Cities হলো Charles Dickens-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত এবং এতে London ও Paris শহরের জীবন ও সংঘাত ফুটে ওঠেছে।
-
উপন্যাসে Two Cities বলতে বোঝানো হয়েছে London এবং Paris।
-
এটি ফরাসি বিপ্লবের সময়কার সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে লেখা।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton – হতাশাজনিত ইংরেজ আইনজীবী
-
Lucie Manette – Doctor Manette-এর কন্যা
-
Charles Darnay – ফরাসি অভিজাত যিনি পরিবারের পাপের জন্য অনুতপ্ত
-
Dr. Alexandre Manette – Doctor, পূর্বে জেলে বন্দি
-
Madame Defarge – বিপ্লবী নারীর চরিত্র
সারসংক্ষেপ:
-
কাহিনীর শুরুতে Lucie Manette জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন, যা তাকে বিস্ময়ে ফেলে।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষভাবে জেল খাটেন এবং জেলেই মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবাকে Paris থেকে London-এ নিয়ে আসেন।
-
পথে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসি রাজপরিবারের একজন সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত।
-
পাশাপাশি Sydney Carton-ও Lucie-এর প্রেমে পড়েন।
Charles Dickens (February 7, 1812 – June 9, 1870)
-
সম্পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
একজন বিখ্যাত ব্রিটিশ novelist।
-
ছদ্মনাম: Boz
-
Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে স্বীকৃত।
উল্লেখযোগ্য রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 1 month ago