A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
উত্তরের বিবরণ
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?

0
Updated: 20 hours ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 6 days ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

3
Updated: 6 days ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 2 weeks ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 2 weeks ago
What does Polonius think is the cause of Hamlet’s madness?
Created: 3 weeks ago
A
His father’s death
B
Love for Ophelia
C
Political ambition
D
Guilt
পোলোনিয়াস ভুলভাবে বিশ্বাস করে যে অফেলিয়ার প্রতি হ্যামলেটের ভালোবাসা এবং তার প্রত্যাখ্যানই তার উন্মাদনার কারণ। আসলে হ্যামলেট ভান করছে, কিন্তু পোলোনিয়াস এই ভুল ধারণা পোষণ করে ক্লডিয়াসকে বিভ্রান্ত করে। এটি নাটকের বিভ্রান্তি ও চক্রান্তকে আরও বাড়ায়।

0
Updated: 3 weeks ago