Rinu said, "I must go there." (Indirect)
A
Rinu said that I must go there.
B
Rinu said that he must go there.
C
Rinu said that he had to go there.
D
Rinu said that he must had to go there.
উত্তরের বিবরণ
Explanation:
When converting direct speech to indirect speech (assertive sentences):
-
Remove the quotation marks and introduce a conjunction like that after the reporting verb (said, told).
-
Change the pronouns according to the subject and object.
-
Adjust the tense if the reporting verb is in the past:
-
Modal verbs like must generally change to had to in the past tense, unless expressing eternal truths.
-
Example:
-
Direct: Kalim said, "I must go there."
-
Indirect: Kalim said that he had to go there.
Other options are wrong because:
-
ক) “I” is not changed to “he” → incorrect pronoun
-
খ) “must” is unchanged → past context usually requires had to
-
ঘ) “must had to” → grammatically incorrect; two modal verbs cannot be used together
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
The Mayor of Casterbridge was written by:
Created: 2 months ago
A
Ernest Hemingway
B
Mark Twain
C
Thomas Hardy
D
Charles Dickens
The Mayor of Casterbridge উপন্যাসটির রচয়িতা হলেন Thomas Hardy।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৮৮৬
-
ধরণ: Victorian novel
-
মূল চরিত্র: Michael Henchard, একজন ব্যবসায়ী যিনি কাস্টারব্রিজ শহরের মেয়র হন
-
বিষয়বস্তু: Henchard-এর অতীতের ভুল, পাপ, জীবনের ওঠাপড়া এবং তার ক্ষতি ও পুনরুদ্ধারের গল্প
উপন্যাসের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র:
-
Susan Henchard
-
Donald Farfrae
-
Elizabeth-Jane Newson
-
Lucetta Templeman
Thomas Hardy:
-
Victorian যুগের প্রধান novelist ও poet
-
পরিচিত pessimistic novelist এবং regional novelist হিসেবে
-
তার উপন্যাসগুলো সাধারণত নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবন ও গ্রামীণ সমাজের বাস্তব চিত্রায়ণ করে
অন্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
Jude the Obscure
-
The Poor Man and the Lady
-
A Pair of Blue Eyes
উত্তর: Thomas Hardy

0
Updated: 2 months ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
He made her to finish the work.
B
He made her finished the work.
C
He made her finishing the work.
D
He made her finish the work.
Causative Verb
-
যখন subject নিজে কোনো কাজ না করে অন্যকে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
-
প্রচলিত Causative Verb: Have, Get, Help, Let, Make।
-
Make, Have, Get ইত্যাদির মাধ্যমে verb কে Causative Verb আকারে ব্যবহার করা হয়।
Make এর Causative Verb হিসেবে ব্যবহার:
-
Make এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, verb-এর Base form ব্যবহার করতে হয়।
-
কোনোকে কোনো কাজ করতে বাধ্য করা বা Have, Get-এর চেয়ে বেশি জোর দেওয়ার জন্য Make ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: He made her finish the work।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He made her to finish the work।
-
ভুল। "Make" causative verb, তাই এর পরে সরাসরি verb-এর base form আসে, "to" ব্যবহার করা যায় না।
-
-
খ) He made her finished the work।
-
ভুল। "Finished" (past participle) ব্যবহার হয়েছে; "make" এর পরে base form দরকার।
-
-
গ) He made her finishing the work।
-
ভুল। "Finishing" (present participle) ব্যবহার হয়েছে; base form ব্যবহার করা উচিত।
-
Source:

0
Updated: 1 month ago
“Thrive” শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
শোক প্রকাশ করা
B
উন্নতি লাভ করা
C
সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া
D
শুকিয়ে যাওয়া
Thrive” শব্দের অর্থ উন্নতি লাভ করা।
• Thrive (verb)
- English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way.
- Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।
• Synonyms
- Flourish (সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা),
- Prosper (সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা),
- Bloom (পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভ করা)।
• Antonyms
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Wither (শুকিয়ে যাওয়া; বিবর্ণ হওয়া; মরে যাওয়া),
- Fail (অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া)।
• Example Sentence
- Children thrive when given love and attention.
- The business is thriving under new management.
• Other options:
- Affirm (verb) (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা),
- Sparse (adj) বিরলভাবে বিক্ষিপ্ত।

0
Updated: 1 month ago