Who wrote The Spanish Tragedy?
A
Thomas Kyd
B
Cyril Tourneur
C
Christopher Marlowe
D
Robert Herrick
উত্তরের বিবরণ
The Spanish Tragedy
-
রচনা: Thomas Kyd।
-
ধরন: প্রথম Revenge Tragedy।
-
বিষয়: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও হত্যাকাণ্ড।
-
প্রভাব: Elizabethan Period-এ revenge tragedy-এর জনপ্রিয়তা বৃদ্ধি।
-
Senecan tragedy অনুসরণ করে লেখা হয়।
Thomas Kyd
-
English dramatist, Elizabethan Period-এর একজন prominent writer।
-
সদস্য: University Wits।
Notable Works
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
অন্য Elizabethan Revenge Tragedies
-
The Maid’s Tragedy: Beaumont
-
The Atheist’s Tragedy & The Revenger’s Tragedy: Cyril Tourneur

0
Updated: 1 month ago
Who does Sidney mention as an example of a bad poet?
Created: 5 months ago
A
Aristotle
B
Chaucer
C
Xenophon
D
Modern English playwrights
Sidney সমসাময়িক ইংরেজ নাট্যকারদের উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যাদের নাটকগুলি তিনি "খারাপ কবিতা" বা নিম্নমানের বলে মনে করেন। তিনি বলেন, এদের নাটকে ট্র্যাজেডি ও কমেডির যথাযথ সংমিশ্রণ নেই, নীতিশিক্ষাও নেই, এবং তারা দর্শকদের চরিত্র গঠনের বদলে কেবল বিনোদনের দিকে মনোযোগ দেয়। এজন্যই Sidney এদের ভালো কবি বা নাট্যকার বলে মনে করেন না।

0
Updated: 5 months ago
What is the verb of the word 'Deep'?
Created: 1 month ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
'An Essay on Man' is a poem written by -
Created: 1 month ago
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 1 month ago