A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
উত্তরের বিবরণ
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 21 hours ago
He studies _____ French and wants to visit ______ France someday.
Created: 1 week ago
A
the, the
B
no article, the
C
no article, no article
D
the, no article
Article (নিবন্ধক)
সংজ্ঞা:
-
Article হলো শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে।
প্রধান দুই ধরণ:
-
Indefinite Articles:
A
,An
-
Definite Article:
The
নিয়মাবলী:
-
ভাষার নামের আগে Article ব্যবহার হয় না।
-
উদাহরণ:
French
→ No article
-
-
দেশের নাম সাধারণত নির্দিষ্ট proper noun, তাই এর আগে Article লাগে না।
-
উদাহরণ:
France
→ No article
-
-
জাতির নামের আগে সাধারণত
the
ব্যবহার হয়।
উদাহরণপূর্ণ বাক্য:
He studies French and wants to visit France someday.
তথ্যসূত্র: Advanced Learner's Communicative English Grammar & Composition – Chowdhury & Hossain

0
Updated: 1 week ago
In which year was Tintern Abbey composed?
Created: 2 weeks ago
A
1805
B
1798
C
1815
D
1789
Lines Composed a Few Miles above Tintern Abbey ১৭৯৮ সালে লেখা হয় এবং Lyrical Ballads-এর শেষ কবিতা হিসেবে প্রকাশিত হয়। এটি Wordsworth-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা, যেখানে তিনি প্রকৃতির প্রতি তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ১৭৯৩ সালের পর পাঁচ বছর বাদে তিনি আবার টিন্টার্ন অ্যাবে এলাকায় ফিরে আসেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখেন। তাই এই কবিতা রোমান্টিক কবিতার এক গুরুত্বপূর্ণ দলিল।

0
Updated: 2 weeks ago
Which kind of literary work is Harold Pinter's "The Birthday Party"?
Created: 1 hour ago
A
Novel
B
Play
C
Short story
D
Poem
The Birthday Party
-
Renaissance: Harold Pinter-এর লেখা একটি play।
-
Genre: Comedy of Menace।
-
Significance: এটি Pinter-এর প্রথম full-length play যা তার trademark “comedy of menace” সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
কাহিনী ও প্রধান চরিত্র:
-
Stanley: মূল চরিত্র, একটি সস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভাড়া থাকে।
-
Stanley সারাক্ষণ আতঙ্কে ভোগে এবং বিশ্বাস করে যে Goldberg ও McCann নামের দুইজন অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্মদিনে একটি পার্টি আয়োজন করে।
-
নাটকটি মূলত Stanley-এর মানসিক অবস্থা ও তার আতঙ্কের ওপর ভিত্তি করে এগিয়ে চলে।
Harold Pinter
-
ইংরেজি নাট্যকার, বিশ্বখ্যাত post-World War II dramatist।
-
উল্লেখযোগ্য নাটক:
-
Moonlight
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
অন্যান্য নাট্যকার ও নাটক (উল্লেখযোগ্য):
-
T.S. Eliot: The Cocktail Party
-
K. Mansfield: The Garden Party
-
Harold Pinter: The Birthday Party
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 hour ago