Ralph Roister Doister is written by
A
Philip Sidney
B
Francis Bacon
C
Thomas Kyd
D
Nicholas Udall
উত্তরের বিবরণ
Ralph Roister Doister
-
রচনা: Nicholas Udall।
-
ধরন: Comedy।
-
মূল কাহিনি: একজন ধনী widow, Christian Custance, যিনি Gawyn Goodluck-এর কাছে বাগদত্তা।
-
Ralph Roister Doister con-man-এর প্ররোচনায় Christian-এর প্রেমে আসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।
Nicholas Udall
-
English writer, playwright, translator এবং schoolmaster।
-
প্রথম রচনা: Ralph Roister Doister।
Notable Work
-
Ralph Roister Doister

0
Updated: 1 month ago
Swain is a _______ gender.
Created: 1 month ago
A
masculine
B
feminine
C
common
D
neuter
Swain
-
Gender: Masculine
-
Bangla meaning: গ্রাম্য যুবক
-
Feminine form: Nymph (রূপসী নারী)
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Which Romantic poet wrote "The Solitary Reaper," a poem describing a Highland girl singing?
Created: 2 months ago
A
John Milton
B
Lord Byron
C
Alfred Tennyson
D
William Wordsworth
“The Solitary Reaper” কবিতার রচয়িতা William Wordsworth। ১৮০৭ সালে প্রকাশিত এই কবিতায় একটি পাহাড়ি মেয়ের একাকী গান গাওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে, যা কবির মনকে গভীরভাবে স্পর্শ করে। মেয়েটি তার নিজস্ব ভাষায় প্রকৃতির শান্তি ও দুঃখ প্রকাশ করছে।
William Wordsworth ছিলেন রোমান্টিক আন্দোলনের প্রধান কবি, যিনি সাধারণ মানুষের জীবন ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় ফুটিয়ে তোলেন। ১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সাথে যৌথভাবে প্রকাশিত Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
বিখ্যাত রচনা: Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Lucy poems, Rainbow।
উপাধি: Poet of Nature, Poet of Childhood, Lake Poet।
উত্তর: ঘ) William Wordsworth

0
Updated: 2 months ago