A
The project should be completed by them.
B
The project should completed by them.
C
Should the project be completed by them.
D
The project completed should by them.
উত্তরের বিবরণ
Explanation:
-
When forming the passive voice with modal verbs like can, may, should, would, must, the structure is:
modal + be + past participle (V₃)
Examples:
-
Active: I can do it. → Passive: It can be done by me.
-
Active: They should complete the project. → Passive: The project should be completed by them.
-
Active: He would sing good songs. → Passive: Good songs would be sung by him.
-
Active: She may use the tubewell. → Passive: The tubewell may be used by her.
Why other options are wrong:
-
খ) The project should completed by them. be is missing; correct form is should be completed
-
গ) Should the project be completed by them. This is a question form, not a statement
-
ঘ) The project completed should by them. Word order is incorrect; passive rules not followed
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 21 hours ago
The Sun Rising is a famous poem written by
Created: 1 week ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 1 week ago
What quality does Sidney value most in poetry?
Created: 3 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 3 months ago
They appointed him president. (passive)
Created: 1 week ago
A
President was appointed him by them.
B
He was appointed president by them.
C
He appointed president by them.
D
President was him appointed by them.
The correct answer is - খ) He was appointed president by them.
Transitive verb-এর পরের complement (যেমন secretary, captain, president ইত্যাদি) active ও passive দুই voice-এই complement থাকে, subject হিসেবে ব্যবহৃত হতে পারে না।
যেমনঃ
- Active: We elected him secretary
- Passive: He was elected secretary by us.
- (Incorrect): Secretary was elected he by us.
Other options:
ক) President was appointed him by them.
বাক্য গঠনের ভুল: "President" কে subject করা ঠিক নয়, এবং “him” এর অবস্থানও ভুল।
গ) He appointed president by them.
“appointed” এর আগে auxiliary verb “was” নেই, এবং structure ভুল।
ঘ) President was him appointed by them.
শব্দগুলোর ক্রম সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং grammar ভুল।

0
Updated: 1 week ago