"What's done cannot be undone." — This quote is from -
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
উত্তরের বিবরণ
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?

0
Updated: 1 month ago
Who wrote the poem 'The Revolt of Islam'?
Created: 2 months ago
A
W.B. Yeats
B
T.S. Eliot
C
John Keats
D
P.B. Shelley
• The Revolt of Islam:
- এটি P.B. Shelley রচিত একটি Poem.
- It is a poem in twelve cantos.
- যা 1817 সালে প্রকাশিত হয়।
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

0
Updated: 2 months ago
Jonathan Swift is best known as -
Created: 3 weeks ago
A
dramatist
B
satirist
C
lyric poet
D
philosopher
Jonathan Swift ছিলেন একজন Anglo-Irish author এবং clergyman, যিনি Neoclassical period-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত prose satirist এবং তার ব্যঙ্গরচনা সাহিত্যে বিশেষ পরিচিত। Swift-এর লেখা বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’, এবং তিনি কিছু সময় Isaac Bickerstaff ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
জাতি ও পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
ধরণ: Neoclassical period author, Prose Satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত কাজের ধরন: Satire
Jonathan Swift-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 3 weeks ago
What is the relationship between Caliban and Sycorax?
Created: 2 months ago
A
Mother and son
B
Father and son
C
Teacher and student
D
Master and servant
Caliban হলো ডাইনী Sycorax-এর ছেলে। Sycorax দ্বীপে শাসন করত Prospero আসার আগে। তাই Caliban দ্বীপকে নিজের উত্তরাধিকার মনে করে এবং Prospero-র কর্তৃত্ব মেনে নিতে চায় না। এই সম্পর্ক নাটকে উপনিবেশবাদী সংঘাতের মূল প্রতীক।

1
Updated: 2 months ago