Choose the correct time frame of the Neoclassical Period.
A
1560–1885
B
1760–1885
C
1660–1885
D
1660–1785
উত্তরের বিবরণ
The Neoclassical Period (1660–1785)
-
ইংরেজি সাহিত্যে 1660–1785 সময়কে Neoclassical Period বলা হয়।
-
তিন ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
একে Pseudo-classical Ageও বলা হয়, কারণ লেখকেরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে অনুকরণ করেছেন।
বিখ্যাত সাহিত্যিকগণ
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe

0
Updated: 1 month ago
He would be rich now if he ____ that business last year.
Created: 1 month ago
A
starts
B
had started
C
started
D
has started
বিশ্লেষণ:
-
Structure: would + be (present result) + if + past perfect (past action)
-
এটি একটি Mixed Conditional Sentence—অতীতের কোনো কাজ বর্তমানকে প্রভাবিত করছে।
✔ Present Result → He would be rich now (এখন ধনী হতো)
✔ Past Condition → if he had started that business last year (যদি সে গত বছর ওই ব্যবসা শুরু করত)
তাই if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা বাধ্যতামূলক।

0
Updated: 1 month ago
In which play does the character 'Brabantio' appear?
Created: 1 month ago
A
King Lear
B
Macbeth
C
Othello
D
The Merchant of Venice
Shakespeare-এর ‘Othello’ এবং চরিত্র Brabantio
১. চরিত্র
-
Brabantio – Desdemona-এর পিতা, নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
২. নাটক: Othello
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
মূল গল্প:
-
Othello, একজন মূর সেনাপতি, ভেনিসে বসবাস করেন।
-
তার স্ত্রী Desdemona-এর প্রতি অতিরিক্ত ঈর্ষা এবং Iago-এর প্ররোচনায় Othello Desdemona কে সন্দেহ করে এবং হত্যার সিদ্ধান্ত নেয়।
-
নাটকে Othello Syndrome (অতিরিক্ত ঈর্ষার মানসিক ব্যাধি) দেখানো হয়েছে।
-
৩. গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Othello – নায়ক
-
Desdemona – নায়িকা
-
Brabantio – Desdemona-এর পিতা
-
Iago – খলনায়ক
-
Cassio – Othello-এর সহকারী
-
Emilia – Iago-এর স্ত্রী
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, এবং actor।
-
পরিচিতি: English National Poet, Bard of Avon।
-
সাহিত্য জগতে অসামান্য স্থান দখল করেছেন।
-
লিখিত কাজ: ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet।
৫. উল্লেখযোগ্য নাটকসমূহ
-
Hamlet, Macbeth, King Lear, Othello, Julius Caesar, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream, Measure for Measure, Antony and Cleopatra, As You Like It, The Taming of the Shrew, All’s Well That Ends Well, Richard III।

0
Updated: 1 month ago
Which idiom refers to "a highly educated or scholarly man"?
Created: 1 month ago
A
A man of straw
B
A man of parts
C
A man of letters
D
A cog in the machine
A man of letters একটি idiom যার অর্থ হলো একজন পণ্ডিত বা লেখক, বিশেষত সাহিত্য সম্পর্কিত জ্ঞানে প্রখর একজন ব্যক্তি।
-
ইংরেজি অর্থ: A male scholar or author; a man, usually a writer, who knows a lot about literature.
-
বাংলা অর্থ: পণ্ডিত / বিদ্বান / লেখক।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A man of straw → দুর্বল বা অবিশ্বস্ত ব্যক্তি।
-
খ) A man of parts → বহু বিষয়ে দক্ষ একজন ব্যক্তি।
-
ঘ) A cog in the machine → বড় প্রতিষ্ঠানের অগুরুত্বপূর্ণ অংশ।
-
-
উদাহরণ বাক্য: Dr. Shahidullah was a man of letters.
-
বাংলায়: ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।
-
সঠিক উত্তর: C) A man of letters

0
Updated: 1 month ago