A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
উত্তরের বিবরণ
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 21 hours ago
His negative attitude is detrimental _____ team spirit.
Created: 1 week ago
A
with
B
in
C
to
D
at
Detrimental (Adjective)
সংজ্ঞা:
-
English: Causing or capable of causing harm
-
Bangla: ক্ষতিকর
ব্যবহার:
-
Detrimental-এর পরে সাধারণত preposition "to" বসে।
উদাহরণ বাক্য:
-
His negative attitude is detrimental to team spirit. ✅
-
Laziness is detrimental to success.
-
Excessive screen time can be detrimental to children's eyesight.
-
Pollution is highly detrimental to the environment.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
Which season dominates Ode to the West Wind?
Created: 1 week ago
A
Summer
B
Autumn
C
Winter
D
Spring
“Ode to the West Wind” মূলত শরৎ ঋতুকে কেন্দ্র করে লেখা। কবি পশ্চিম বাতাসকে শরতের প্রাণশক্তি বলেছেন। শরতের বাতাস মৃত পাতাকে উড়িয়ে নিয়ে যায় এবং বীজকে মাটির নিচে লুকিয়ে রাখে। পাতার পতন মৃত্যু বা ক্ষয়ের প্রতীক, আর বীজ সংরক্ষণ নতুন জন্মের প্রতীক। তাই শরৎকে Shelley একসাথে ধ্বংস ও সংরক্ষণের ঋতু হিসেবে উপস্থাপন করেছেন।

0
Updated: 1 week ago
Complete the following sentence. If I had known you were coming-
Created: 1 month ago
A
I would go to the station.
B
I had gone to the station.
C
I would have gone to the station.
D
I would be going to the station.
• শূন্যস্থান পূরণ: I would have gone to the station.
-
পূর্ণ বাক্য: If I had known you were coming, I would have gone to the station.
• এ ধরনের বাক্য Third Conditional এর উদাহরণ।
-
কারণ, এর প্রথম অংশে রয়েছে: If + subject + past perfect
-
তাই দ্বিতীয় অংশে হবে: subject + would/could/might + have + past participle + বাকির অংশ
🔹 Structure (গঠন):
If + Subject + Past Perfect, Subject + would/could/might + have + Past Participle + Extension

0
Updated: 1 month ago