Robert Browning is -
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
উত্তরের বিবরণ
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।
0
Updated: 1 month ago
“নাচতে না জানলে উঠোন বাঁকা” — Which English proverb matches this?
Created: 1 month ago
A
A stitch in time saves nine.
B
A burnt child always fears the fire.
C
A guilty mind is always suspicious.
D
A bad workman quarrels with his tools.
A bad workman quarrels with his tools একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো নাচতে না জানলে উঠোন বাঁকা।
-
অর্থ: কোনো কাজ ঠিকভাবে করতে না পারলে মানুষ তার যন্ত্র বা সাহায্যকারী উপকরণকে দোষারোপ করে।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A stitch in time saves nine → সময়মতো পদক্ষেপ বড় সমস্যার হাত থেকে রক্ষা করে (সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়)।
-
খ) A burnt child always fears the fire → অতীত ক্ষতি বা দুর্ঘটনা মানুষকে সতর্ক করে (ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়)।
-
গ) A guilty mind is always suspicious → অপরাধবোধ সৃষ্টিশীল সন্দেহের কারণ হয় (চোরের মন পুলিশ পুলিশ)।
-
সঠিক সমার্থক অর্থ: নাচতে না জানলে উঠোন বাঁকা।
0
Updated: 1 month ago
The Two Cities in the novel 'A Tale of Two Cities' refer to:
Created: 4 weeks ago
A
Paris and Rome
B
New York and London
C
London and Paris
D
Paris and Berlin
A Tale of Two Cities হলো চার্লস ডিকেন্সের (Charles Dickens) রচিত একটি উপন্যাস, যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এখানে Two Cities বলতে লন্ডন ও প্যারিসকে বোঝানো হয়েছে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton (হতাশ ইংরেজ আইনজীবী)
-
Lucie Manette (ফরাসি অভিজাত)
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের শুরুতে দেখা যায় Lucie Manette, যিনি বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সঙ্গে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান।
-
Sydney Carton, একজন পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রেমে পড়েন।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ব্রিটিশ novelist, Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত
-
ছদ্মনাম: Boz
প্রসিদ্ধ রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
উৎস:
0
Updated: 4 weeks ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 6 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.
0
Updated: 6 months ago