A
our
B
your
C
their
D
his
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) his
সম্পূর্ণ বাক্য:
No one should waste his time.
বর্ণনা:
-
যখন No/every/each + one এরূপে ব্যবহার করা হয়, অর্থাৎ one এর আগে কোনো qualifier শব্দ বসে, তখন one's ব্যবহৃত হয় না। এর পরিবর্তে his, her, he/she ইত্যাদি ব্যবহার করতে হয়।
উদাহরণসমূহ:
-
Inc. No one should kill away one's time.
-
Cor. No one should kill away his/her time.
-
Inc. There are sixty boys in the class; each one has done one's hometask.
-
Cor. There are sixty boys in the class; each one has done his hometask.
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 21 hours ago
'Epithalamion' is related to -
Created: 3 weeks ago
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic

0
Updated: 3 weeks ago
Who is the "honest old Councilor" who helped Prospero and Miranda survive?
Created: 14 hours ago
A
Sebastian
B
Francisco
C
Gonzalo
D
Adrian
• Act 1, Scene 2-এ যখন প্রসপেরো মিরান্ডাকে তাদের মিলান থেকে নির্বাসনের কাহিনী বলছেন, তিনি বিশেষভাবে গনজালোর সদয় স্বভাবের কথা উল্লেখ করেন। প্রসপেরোর ভাই অ্যান্টোনিও এবং রাজা আলোনসো তাদের পুরোনো নৌকায় সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই কাজের দায়িত্ব গনজালোর উপর রাখা হয়। "পরোপকার" এবং "সদয়তার" কারণে, গনজালো গোপনে নৌকাটি শুধু খাবার, পানি এবং জামা-পোশাকে সজ্জিত করেন না, বরং প্রসপেরোর সবচেয়ে মূল্যবান জিনিসও দেন: তার জাদুকরী বই। এই দয়াশীল কাজ তাদের বেঁচে থাকার জন্য এবং প্রসপেরোর দ্বীপে তার জাদু শাস্ত্রে দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি শুরু থেকেই গনজালোর চরিত্রকে মহৎ ও বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 14 hours ago
Doctor Faustus was written during -
Created: 3 weeks ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 3 weeks ago