Endymion is written by -
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 1 month ago
Who composed the sonnet sequence titled "Amoretti"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Edmund Spenser
C
Samuel Taylor Coleridge
D
William Shakespeare
“Amoretti” হলো Edmund Spenser-এর লেখা একটি sonnet sequence, যা প্রকাশিত হয় ১৫৯৫ সালে। এটি ৮৯টি sonnet নিয়ে গঠিত এবং সাধারণত English/Shakespearean sonnet (ABABCDCDEFEFGG) ছন্দ অনুসরণ করে, যেখানে প্রতিটি sonnet-এ ১৪টি লাইন থাকে। কবিতায় Spenser তার দ্বিতীয় স্ত্রী Elizabeth Boyle-এর সঙ্গে প্রেম ও বিবাহের গল্প তুলে ধরেছেন। “Amoretti” শব্দটি ইতালিয়ান ভাষার “little loves” অর্থাৎ ছোট প্রেম থেকে এসেছে।
Edmund Spenser (1552–1599)
-
Elizabethan Period-এর একজন প্রধান সাহিত্যিক।
-
উপাধি: The Poet of Poets, The Child of Renaissance and Reformation
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং একটি Allegory হিসেবে পরিচিত।
অন্য উল্লেখযোগ্য কাজ:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (89 Sonnets)

0
Updated: 1 month ago
The famous character 'Bosola' is from -
Created: 2 months ago
A
The Duchess of Malfi
B
Volpone
C
Doctor Faustus
D
As You Like It

0
Updated: 2 months ago
When did William Shakespeare die?
Created: 1 month ago
A
1616
B
1564
C
1626
D
1661
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ইংল্যান্ডের ষোড়শ শতকের এক বিশিষ্ট নাট্যকার ও কবি। তিনি ২৩ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৬১৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
উইলিয়াম শেক্সপিয়রকে সাধারণত The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time নামে আখ্যায়িত করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature হিসেবে অভিহিত করেছেন।
-
সাহিত্য জীবনে তিনি মোট ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে নাটকগুলো সর্বাধিক পরিচিত ও পাঠযোগ্য।
-
নাটকগুলো প্রধানত Tragedy এবং Comedy এই দুই ভাগে বিভক্ত।

0
Updated: 1 month ago