A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 21 hours ago
__________ sugar should I buy for the cake?
Created: 1 month ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 1 month ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 2 weeks ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 2 weeks ago
1832-1901 - This is the time frame of -
Created: 1 hour ago
A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
The Victorian Period (1832–1901)
-
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়।
-
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়।
-
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য।
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
উল্লেখযোগ্য লেখক:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
English Literature Periods and Sub-Ages
-
Old English Period: 450–1066
-
Middle English Period: 1066–1500
-
Anglo-Norman Period
-
Age of Chaucer
-
-
Renaissance Period: 1500–1660
-
Elizabethan Period (1558–1603)
-
Jacobean Period (1603–1625)
-
Caroline Period (1625–1649)
-
Commonwealth Period (1649–1660)
-
-
Neoclassical Period: 1660–1785
-
Restoration Period (1660–1700)
-
Augustan Period (1700–1745)
-
Age of Sensibility (1745–1785/1798)
-
-
Romantic Period: 1798–1832
-
Victorian Period: 1832–1901
-
Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
-
-
Modern Period: 1901–1939
-
Edwardian Period (1901–1910)
-
Georgian Period (1910–1939)
-
-
Post-Modern Period: 1939–present
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 hour ago