Who wrote the poem The Solitary Reaper?
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
উত্তরের বিবরণ
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 1 month ago
Who wrote the play "The Cocktail Party"?
Created: 1 month ago
A
W. B. Yeats
B
Christopher Marlowe
C
Ernest Hemingway
D
T. S. Eliot
The Cocktail Party হলো T. S. Eliot-এর লেখা একটি বিখ্যাত নাটক, যা তাঁর সবচেয়ে সফল ও বহুল আলোচিত নাট্যকর্ম হিসেবে স্বীকৃত। এটি একাধারে morality play এবং comedy of manners, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, আত্মপরিচয় এবং আধ্যাত্মিক সংকটকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
-
The Cocktail Party হলো T. S. Eliot লিখিত একটি verse drama in three acts।
-
রচনার সময়: ১৯৪৯
-
প্রকাশকাল: ১৯৫০
-
এটি Euripides-এর Alcestis-এর ওপর ভিত্তি করে রচিত।
-
এটি Eliot-এর সবচেয়ে commercially successful play।
-
পূর্ববর্তী নাটকের তুলনায় এটি ছিল অপেক্ষাকৃত conventional এবং কম কাব্যিক।
প্রধান চরিত্রসমূহ:
-
Edward Chamberlayne
-
Alicia
-
Celia
-
Sir Henry Harcourt
-
The Priest
সারসংক্ষেপ:
-
নাটকটির মূল কাহিনী ঘিরে রয়েছে Edward Chamberlayne-এর মানসিক দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন।
-
Edward ও তার স্ত্রী Alicia-র মধ্যে সম্পর্কের সংকট এবং Edward-এর আধ্যাত্মিক শূন্যতা এখানে প্রধান বিষয়।
-
Sir Henry Harcourt, যিনি এক মানসিক চিকিৎসক, Edward-কে তার সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করেন।
-
নাটকটিতে সম্পর্ক, আত্ম-অনুসন্ধান এবং আধ্যাত্মিক মুক্তির সন্ধান ফুটে ওঠে।
-
সমাপ্তিতে, Edward নতুন দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক শান্তি অর্জন করেন।
T. S. Eliot (Thomas Stearns Eliot):
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর পরিচিত নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge
“Party” সম্পর্কিত কিছু বিখ্যাত রচনা:
-
The Cocktail Party – T. S. Eliot (Play)
-
The Birthday Party – Harold Pinter (Play)
-
The Garden Party – Katherine Mansfield (Short story)

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Ambiguous"?
Created: 2 weeks ago
A
His directions were ambiguous and hard to follow.
B
The cake was ambiguous with frosting.
C
Ambiguous is my favorite day of the week.
D
She danced with an ambiguous beat.
The correct answer is – ক) His directions were ambiguous and hard to follow।
-
Ambiguous (Adjective)
-
English Meaning: Open to more than one interpretation; not having one clear meaning or explanation
-
Bangla Meaning: দ্ব্যর্থবাদী; অস্পষ্ট; এমন যা একাধিকভাবে বোঝা যায়
-
-
Example Sentences:
-
The instructions were ambiguous, causing confusion among the students.
-
His ambiguous response left everyone unsure about his true opinion.
-
-
Option Analysis:
-
খ) The cake was ambiguous with frosting.
-
ভুল। এখানে "ambiguous" অর্থ অস্পষ্ট বা দ্ব্যর্থবাদী, কিন্তু কেক ও ফ্রস্টিংয়ের মধ্যে এর কোনো প্রাসঙ্গিকতা নেই
-
"Ambiguous" সাধারণত বর্ণনা করে এমন কিছু যা বিভ্রান্তিকর বা অস্পষ্ট, খাবারের ক্ষেত্রে এটি ব্যবহার অযথা
-
-
গ) Ambiguous is my favorite day of the week.
-
ভুল। "Ambiguous" কোনো দিন নয়, এটি একটি অবস্থা বা বৈশিষ্ট্য
-
এখানে এটি ভুলভাবে নাম বা বর্ণনা হিসেবে ব্যবহার করা হয়েছে, যা অর্থগতভাবে অসঙ্গত
-
-
ঘ) She danced with an ambiguous beat.
-
ভুল। তালের ক্ষেত্রে "ambiguous" ব্যবহার অসঙ্গত কারণ তাল বা বিট সাধারণত স্পষ্ট হয়
-
"Ambiguous beat" বলতে স্পষ্ট না হওয়া তালের কোনো ধারণা বোঝানো হয়েছে, যা বাস্তবে অপ্রচলিত ও বিভ্রান্তিকর
-
-

0
Updated: 2 weeks ago
The synonym of 'Dilapidated'-
Created: 3 weeks ago
A
Smart
B
Agitated
C
Shabby
D
Fortified
Dilapidated শব্দটির অর্থ ও সমার্থক বোঝার জন্য আমরা এর সংজ্ঞা ও প্রাসঙ্গিক অপশনগুলো বিশ্লেষণ করি।
-
Dilapidated (adjective)
-
ইংরেজি অর্থ: old and in poor condition; (esp. of a structure) in bad condition and needing repair
-
বাংলা অর্থ: জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
দেওয়া অপশনগুলো:
-
ক) Smart - চটপটে; ছিমছাম
-
খ) Agitated - উত্তেজিত; বিক্ষুব্ধ
-
গ) Shabby - জীর্ণ; হীন; নিকৃষ্ট
-
ঘ) Fortified - সুরক্ষিত; সমর্থন করা; উত্কর্ষবৃদ্ধি করা
-
-
অপশনগুলোর অর্থ অনুযায়ী, Dilapidated এর সমার্থক শব্দ হলো Shabby।

0
Updated: 3 weeks ago