A
Rigorous
B
Lavish
C
Nomad
D
Insider
উত্তরের বিবরণ
সঠিক সমার্থক শব্দ: Nomad
-
Nomad (noun) – যাযাবর
Vagabond (noun)
-
English Meaning: A person who wanders from place to place without a fixed home; one leading a vagabond life.
-
Bangla Meaning: ভবঘুরে, কুড়ে বা নিষ্কর্মা লোক
Synonyms (সমার্থক শব্দ)
-
Outcast – সমাজচ্যুত
-
Outsider – বহিরাগত, আগন্তক
-
Exile – নির্বাসিত
-
Nomad – যাযাবর
Antonyms (বিপরীত অর্থ)
-
Friend – বন্ধু
-
Insider – ঘরের লোক
-
Included – অন্তর্ভুক্ত
-
Loved – প্রিয়
-
Favorite – প্রিয়
Example (উদাহরণ)
-
English: She abandoned city life to live as a vagabond, sleeping in barns and trading songs for meals.
-
Bangla: শহরের জীবন ছেড়ে সে ভবঘুরে হয়ে গেল, গোয়ালঘরে ঘুমাত আর গান গেয়ে খাবার জোগাড় করত।
Other Options (অন্যান্য বিকল্প)
-
Lavish – বিলাসী
-
Rigorous – কঠোর; প্রচণ্ড
উৎস: Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 21 hours ago
Choose the correct passive voice of:
"Who taught you English?"
Created: 2 weeks ago
A
Who were you taught English by?
B
By whom were you taught English?
C
By whom you were taught English?
D
Whom were you taught English by?
Correct Answer
খ) By whom were you taught English? ✅
Explanation:
-
Who যুক্ত Interrogative Sentence কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
-
Who → By whom হয়
-
তারপর tense ও subject অনুযায়ী auxiliary verb বসে
-
Object → Subject হয়
-
মূল verb এর Past Participle বসে
-
প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
Example:
-
Active: Who taught you English?
-
Passive: By whom were you taught English?
Other Options
ক) Who were you taught English by? → অনানুষ্ঠানিক ও অস্বস্তিকর গঠন; grammatically possible হলেও standard formal নয়।
গ) By whom you were taught English? → word order ভুল; interrogative না হয়ে assertive হয়ে গেছে।
ঘ) Whom were you taught English by? → “Whom” ঠিক আছে, কিন্তু standard formal usage-এ শুরুতেই “By whom” বসানো উত্তম।

0
Updated: 2 weeks ago
Major Barbara was written by -
Created: 1 week ago
A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 1 week ago
Who tries to stop Elizabeth’s marriage with Darcy?
Created: 6 days ago
A
Caroline Bingley
B
Lady Catherine de Bourgh
C
Mr. Collins
D
Lydia Bennet
Lady Catherine Darcy-র ধনী ফুফু। তিনি চান Darcy তার মেয়ে Anne-এর সঙ্গে বিয়ে করুক। তাই Elizabeth-কে ভয় দেখাতে আসেন এবং বলেন, “তুমি Darcy-এর যোগ্য নও।” কিন্তু Elizabeth নির্ভীকভাবে উত্তর দেয় যে নিজের সুখ সে নিজেই বেছে নেবে। Austen দেখান—Elizabeth সমাজের চাপ অস্বীকার করে নিজের স্বাধীনতাকে রক্ষা করে। এটাই তাকে Austen-এর সবচেয়ে শক্তিশালী নায়িকা করে।

0
Updated: 6 days ago